ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডাচ্‌-বাংলা ব্যাংকের নতুন এমডি একেএম শিরিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৬
ডাচ্‌-বাংলা ব্যাংকের নতুন এমডি একেএম শিরিন

ঢাকা: বেসরকারিখাতের ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল কাশেম মো. শিরিন।
 
মঙ্গলবার (১ নভেম্বর) তিনি কাজে যোগ দেন।

এর আগে তিনি একই ব্যাংকে প্রায় ৮ বছর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে কর্মরত ছিলেন।
 
এছাড়াও তিনি একই ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট-সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনফরমেশন টেকনোলজি ডিভিশনের প্রধান হিসেবে আরও ৬ বছর দায়িত্ব পালন করেন।
 
ডাচ্-বাংলা ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি বেসিক ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার ও আইটি বিভাগের প্রধান ছিলেন।
 
আবুল কাশেম মো. শিরিন সুনামগঞ্জ জুবিলি হাই স্কুল, সিলেট এমসি কলেজ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও এশিয়ান ইউনির্ভাসিটি অব টেকনোলজি, ব্যাংকক থেকে শিক্ষা লাভ করেন।
 
বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৬
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।