ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ১.২ বিলিয়ন ডলার দেবে জাতিসংঘ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২২ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে ১.২ বিলিয়ন ডলার দেবে জাতিসংঘ

ঢাকা: টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকারের সঙ্গে চার বছরের জন্য ১ দশমিক ২ বিলিয়ন ডলারের একটি ‘অঙ্গীকার চুক্তি’ স্বাক্ষর করেছে জাতিসংঘ।

এরআগে এ চুক্তিটি পাঁচবছর মেয়াদী ছিলো।

সরকারের উন্নয়ন পরিকল্পনার সঙ্গে পরিষ্কারভাবে সামঞ্জস্য করতে এবার তা চারবছর মেয়াদী করা হয়েছে। তবে আগামী চুক্তি আবার পাঁচবছর মেয়াদী হবে বলেও জানিয়েছে ঢাকায় জাতিসংঘ তথ্য সেন্টার।
 
বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক বিবৃতিতে জানানো হয়, জাতিসংঘ উন্নয়ন সহায়তা ফ্রেমওয়ার্ক ২০১৭-২০২০ হিসেবে পরিচিত এ চুক্তির উদ্দেশ্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের লক্ষ্যে বাংলাদেশকে সহায়তা করা। যা তিনটি বিষয়ভিত্তিক কার্যফলাফলে কেন্দ্রীভূত। এগুলো হলো- মানুষ, পৃথিবী ও সমৃদ্ধি।

এই তিনটি ক্ষেত্রের মাধ্যমে বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সংস্থাগুলো নিশ্চিত করতে চায় যেন সব মানুষ সমান অধিকার, প্রবেশাধিকার ও সুযোগ পায়, পরিবশেগত স্থিতিশীলতা এবং সক্ষমতা যেন আরও মজবুত হয়।
 
বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী রবার্ট ডি. ওয়ারটকিন্স এ প্রসঙ্গে বলেন, এই ফ্রেমওয়ার্কের মূল উদ্দেশ্য হলো টেকসই উন্নয়ন অর্জনের লক্ষ্যে সরকারকে সহযোগিতা করা, যেন তা সবার জন্য সমানভাবে কাযর্ক্ষম হয়।

এই ফ্রেমওয়ার্কটি জাতিসংঘের সংস্থাগুলোর এসডিজি সম্পর্কিত কাজের অগ্রাধিকার তৈরি ও লক্ষ্যমাত্রা নির্ধারণের জন্য একটি পথ নির্দেশক হিসেবে কাজ করবে। একইসঙ্গে ফ্রেমওয়ার্কটি বাংলাদেশের ভিশন-২০২১ ও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সঙ্গে প্রান্তিককৃত।

এই ফ্রেমওয়ার্ক বাংলাদেশ ও তার জনগণের অগ্রগতির জন্য সরকার ও জাতিসংঘের মধ্যে বন্ধন আরও দৃঢ় করেছে।


বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
জেপি/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।