ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুনামগঞ্জে ৩ দিনের আয়কর মেলা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৬
সুনামগঞ্জে ৩ দিনের আয়কর মেলা শুরু

সুনামগঞ্জ: ‘উন্নয়নের অক্সিজেন রাজস্ব, জনকল্যাণে রাজস্ব’ স্লোগানে সুনামগঞ্জে তিন দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।

শুক্রবার (০৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় শহরের একটি কমিউনিটি সেন্টারে এ মেলার উদ্বোধন করা হয়।

এরআগে সিলেট কর অঞ্চলের যুগ্ম কমিশনার মো. মাহবুবুল মোর্শেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাহ্।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খাইরুল হুদা চপল।

আলোচনা সভা শেষে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পীর ফজলুর রহমান মিছবাহ্।

কর মেলায় আয়কর আইনজীবী সমিতি, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক জেলা সঞ্চয় ব্যুরোসহ বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এতে ১৩টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।