ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

উৎসবমুখর আয়কর মেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
উৎসবমুখর আয়কর মেলা

ঢাকা: উৎসবমুখর পরিবেশে চলছে সপ্তম আয়কর মেলা। মেলার সময় শেষদিকে হওয়ায় সকাল থেকেই করদাতাদের উপস্থিতি চোখের পড়ার মতো।

রোববার (০৬ নভেম্বর) সকালেই দেখা যায়,  করদাতারা লাইন ধরে মেলায় প্রবেশ করছেন। মেলায় পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতিও বেশ।  

পুরান ঢাকার বুটিক ব্যবসায়ী লিনা খান বলেন, এবারই প্রথম মেলায় কর দিতে এসেছি। ভেবেছিলাম অনেক ঝামেলা হবে। কিন্তু সবকিছু সুশৃঙ্খল, দেখে ভালো লাগছে।

অন্যদিকে, কর দেওয়া নাগরিক দায়িত্ব মন্তব্য করে করদাতা বেলাল হোসেন বাংলানিউজকে বলেন, কর দিতে পেরে আমি আনন্দিত।  

অন্যবার অফিসার্স ক্লাবে মেলা অনুষ্ঠিত হলেও এবারই প্রথম আগারগাঁওয়ে এনবিআর এর নির্মিতব্য ভবনে হচ্ছে আয়কর মেলা।

সাধারণভাবে ৩০ অক্টোবর হওয়ার কথা ‘কর দিবস’। তবে ৩০ অক্টোবর সরকারি ছুটির দিন হওয়ায় ‘কর দিবস’ নির্ধারিত হয় পরবর্তী কার্যদিবস।  পরে ৩০ অক্টোবরের পরিবর্তে ৩০ নভেম্বর ‘কর দিবস’ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বনির্ভর’ স্লোগানে গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া আয়কর মেলা চলবে ৭ নভেম্বর পর্যন্ত।

দেশে বর্তমানে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) নাগরিকের সংখ্যা ১৮ লাখ হলেও রিটার্ন দাখিলকারীর সংখ্যা ১২ লাখ ৩৫ হাজার।

গতবার মেলায় ১ লাখ ৩৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সব মিলিয়ে কর আদায় হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকার মতো।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।