ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রথমবার কর দিলেন প্রতিবন্ধী সোহরাব হোসেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
প্রথমবার কর দিলেন প্রতিবন্ধী সোহরাব হোসেন ছবি- সুমন শেখ- বাংলানিউজটোয়েন্টিফোর

ঢাকা: সোহরাব হোসেন। দৃষ্টি প্রতিবন্ধী।

চাকরি করছেন সমাজ কল্যাণ অধিদপ্তরে। প্রথমবারের মতো কর দিতে এসেছেন আয়কর মেলায়।

জন্মান্ধ সোহরাব হোসেন ছেলে আহনাবের হাত ধরে এসেছেন আগারগাঁওয়ের আয়কর মেলায়। মেলায় প্রতিবন্ধীদের জন্য আলাদা বুথ রাখায় সরকারকে ধন্যবাদ জানান সোহরাব।

রোববার (০৬ নভেম্বর) আয়কর মেলার ষষ্ঠদিনে কর দিতে এসে বাংলানিউজকে বলেন, আমি একজন দৃষ্টি প্রতিবন্ধী। সমাজ কল্যাণ অধিদপ্তরে কাজ করি। এনবিআরের মাধ্যমে জানতে পারি যে সরকার এবারই প্রথম মেলায় প্রতিবন্ধীদের জন্য আলাদা বুথ রেখেছে। তাই কর দিতে এসেছি। আমার মতো প্রতিবন্ধীদের এখানকার সবাই অনেক সাহায্য করছেন।

প্রতিবন্ধীরাও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, কর প্রদানের মাধ্যমে এর প্রমাণ দিচ্ছেন তারাও। অন্যান্য প্রতিবন্ধী যাদের কর দেওয়ার ক্ষমতা রয়েছে তাদেরও কর প্রদানের জন্য উৎসাহিত করেন সোহরাব হোসেন।

তিনি বলেন, কর দিয়ে আমাদেরও উচিত দেশের উন্নয়নে ভূমিকা রাখা। তাই আমার মতো আর যেসব ভাইবোনরা আছেন তাদেরও মেলায় এসে কর প্রদানের জন্য অনুরোধ করছি। তাহলেই প্রমাণ হবে প্রতিবন্ধীরা দেশের বোঝা নয়, সম্পদ।

অন্যদিকে সিনিয়র সিটিজেনদের জন্য থাকা আলাদা বুথে ভিড় ছিল লক্ষ্যণীয়। হাবিবুর রহমান (৭০) বলেন, এনবিআরের অফিসে গিয়ে কর দিতে যেখানে ৩ ঘণ্টা সময় লাগে সেখানে, মেলায় এসে সময় লাগছে মাত্র ১০ মিনিট। এর থেকে বড় সুবিধা আর কি হতে পারে। এখানকার বুথের কর্মীরা যথেষ্ট আন্তরিক। তারা আলাদাভাবে সম্মান দিয়ে প্রবীণদের কর সংক্রান্ত সবকিছু বুঝিয়ে দিচ্ছেন।

প্রতিবন্ধী ও প্রবীণদের প্রয়োজনে ফরম লিখে দিচ্ছেন কর্মকর্তারা, বলেন সহকারী কর কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বাংলানিউজকে বলেন, এবারই প্রথম কর মেলায় প্রবীণদের জন্য বিশেষ ব্যবস্থা দিয়ে আলাদা বুথ রাখা হয়েছে। এসব বুথে আসা কর প্রদানকারীদের সব ধরনের সেবা দেওয়া হচ্ছে। এমনকি প্রয়োজনে তাদের ফরম পূরণ করে দিচ্ছেন আমাদের সদস্যরা।

গতবার মেলায় ১ লাখ ৩৫ হাজার করদাতা রিটার্ন দাখিল করেছিলেন। সব মিলিয়ে কর আদায় হয়েছিল ২ হাজার ৪০০ কোটি টাকার মতো।

**৫ দিনে আয়কর আদায় ১৪১৭ কোটি টাকা
**উৎসবমুখর আয়কর মেলা

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
ইউএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।