ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কর দিয়ে করেন দেশের উন্নয়ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৬
কর দিয়ে করেন দেশের উন্নয়ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: 'শোনেন শোনেন ভাই-বোন, শোনেন দিয়া মন, কর দিয়ে করেন দেশ ও দশের উন্নয়ন। '

আয়করমেলা উপলক্ষে রাজধানীর আগাঁরগাও মোড়ে ব্যাতিক্রমী প্রচারণায় নেমেছেন একদল তরুণ-তরুণী।

এ সময় তারা মাইকে গান, ছড়া আবৃতির করে করপোরেট কর প্রদানে উৎসাহ ও কর ফাঁকি রোধের আহ্বান জানান।

অ্যাকশন এইড ও ছাত্র মৈত্রীর সহযোগিতায় তরুণ-তরুণীরা এই ব্যাতিক্রমী প্রচারণায় নেমেছেন। এ সময় তারা করপোরেট কর ফাঁকি দেওয়ার ফলে প্রতিকী হিসেবে-হতদরিদ্র মানুষ,বিপর্যস্ত কৃষকের বেশ ধরে এর ফলাফল বোঝানোর চেষ্টা করেন। তাদের হাতে বিভিন্ন ধরনের প্রচারণামূলক লিফলেটর দেখা যায়।

উপস্থিত জনতা, বাস, রিকশার যাত্রীদের মধ্যে করপোরেট কর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন। কর ব্যবস্থার দুর্বলতার কারণের দরিদ্র মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ বিষয়ে একটি নাটিকা পরিবেশন করা হয়।

প্রচারণায় অংশ নেওয়া অ্যাকশন এইডের সহকারী প্রোগ্রাম অফিসার লায়লা তাসমিয়া বাংলানিউজকে বলেন, করপোরেট ট্যাক্স প্রদানে উৎসাহ দিতে এ ধরনের প্রচারণার আয়োজন। দেশের রাজস্বের আয়ে করপোরেট ট্যাক্স থেকে বড় অংশ আসতে পারে।   বহুজাতিক কোম্পানিগুলো বিধি ও  আইনের ফাঁক -ফোকরে কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন। এতে বিপুল পরিমান অর্থ বাইরে পাচার হয়। ফলে রাজস্ব ঘাটতি দেখা যায়।
এজন্য করপোরেট কর ফাঁকির হাত থেকে রক্ষা করতে হলে সরকার পরিচালিত আন্তর্জাতিক কর ব্যবস্থার করতে হবে।  

প্রচারণার জন্য তরুণ-তরুণীদের বেঁচে নিয়েছি কারণ, ভবিষ্যৎ প্রতিনিধি হিসেবে তারা সচেতন হলে কর ফাঁকির প্রবণতা কমবে, কর প্রদানে মানুষও উৎসাহি হবে। করপোরেট ট্যাক্স ফাঁকি বন্ধ হলে মেহনতি মানুষের উপর ভ্যাটের বোঝা কমানো সম্ভব হবে। এছাড়া শিক্ষা ও স্বাস্থ্য সেবায় বাজেটে বরাদ্দ বৃদ্ধি হবে বলে জানান তিনি।

তরুণ-তরুণীদের ব্যতিক্রমী এ প্রচারণায় জনসাধারণ  উৎসুক জনতা তাদের প্রচারণা দেখতে থাকেন। বিভিন্ন বিষয় সম্পর্কে জেনে নেন।

মঙ্গলবার (০১ নভেম্বর) থেকে এ আয়কর মেলা শুরু হয়। চলবে সোমবার (০৭ নভেম্বর) পর্যন্ত।

**সেবার মান বাড়ানোর তাগিদ করদাতাদের
**প্রথমবার কর দিলেন প্রতিবন্ধী সোহরাব হোসেন
**৫ দিনে আয়কর আদায় ১৪১৭ কোটি টাকা
**উৎসবমুখর আয়কর মেলা

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৬
এমসি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।