ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলা

সিলেটের চার জেলায় ছয়দিনে কর আদায় প্রায় সোয়া ২৭ কোটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
সিলেটের চার জেলায় ছয়দিনে কর আদায় প্রায় সোয়া ২৭ কোটি

সিলেট: সিলেটের চার জেলায় সপ্তাহব্যাপী আয়কর মেলায় কর আদায়ের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা হলেও চতুর্থদিনেই তা ছাড়িয়ে গেছে। তাই মেলার ৬ষ্ঠদিনে এসে প্রায় সোয়া ২৭ কোটি টাকা কর আদায় করেছে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলো।

সিলেটের চার জেলায় ৬ষ্ঠদিনে কর আদায় হয়েছে ২৭ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৪৬৬ টাকা। সেবা নিয়েছেন ২০ হাজার ৮৭৯ জন, রিটার্ন দাখিল করেছেন তিন হাজার ৪৩১ জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন এক হাজার ৯৭৮জন।

রোববার (০৬ নভেম্বর) সিলেট কর অঞ্চলের উপ কর কমিশনার (সদর) শান্ত কুমার সিংহ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটে সাত দিনব্যাপী কর মেলার ৬ষ্ঠদিন রোববারে কর আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৭ হাজার ৪৪৩ টাকা, সেবা নিয়েছেন দুই হাজর ৫৭৯ জন, রিটার্ন দাখিল করেছেন ৪৮২ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৩৬ জন।

এরমধ্যে রোববার চার জেলায় কর আদায় হয়েছে ৩ লাখ ৭৫ হাজার ৩০ টাকা। সেবা নিয়েছেন চার হাজার ৫৪৭ জন, রিটার্ন দাখিল করেছেন ৭২৯জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১৪২জন।

একই দিনে হবিগঞ্জে চার দিনব্যাপী মেলার চতুর্থ দিনে ৭ লাখ ৮৯ হাজার ৫৪৩ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ৭২৬ জন, রিটার্ন দাখিল করেছেন ১০৭ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৫৮জন। এখানে গত ৩ নভেম্বর মেলা শুরু হয়।

সুনামগঞ্জে ৪ নভেম্বর শুরু হওয়া চার দিনব্যাপী মেলার তৃতীয় দিনে কর আদায় হয়েছে ১ লাখ ৮৬ হাজার ৫৩৫ টাকা, সেবা নিয়েছেন ৭৩২ জন, রিটার্ন দাখিল করেছেন ৫০জন, নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ২৯ জন।

এছাড়া এদিন ছাতক উপজেলায় অনুষ্ঠিত ভ্রাম্যমাণ মেলা থেকে ২ লাখ ৪৫ হাজার ৫৬৩ টাকা কর আদায় হয়েছে। সেবা নিয়েছেন ২৬৭ জন, রিটার্ন দাখিল করেছেন ৫৩জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ১১ জন।

সিলেটের গোলাপগঞ্জে দুই দিন ব্যাপী মেলার শেষ দিনে কর আদায় হয়েছে ১ লাখ  ৯৪৬ টাকা, সেবা নিয়েছেন ২৪৩ জন, রিটার্ন দাখিল করেছেন ৩৫ জন এবং নতুন ইটিআইএন রেজিস্ট্রেশন করেছেন ৮ জন।

সপ্তাহব্যাপী আয়কর মেলায় সিলেটে কর আদায়ের লক্ষ্যমাত্রা ২০ কোটি টাকা থাকলেও শনিবার (০৫ নভেম্বর) পর্যন্ত সংশ্লিষ্ট করঅঞ্চলগুলো প্রায় পৌনে ২৪ কোটি টাকা কর আদায় করে। ওইদিন পর্যন্ত চার জেলায় কর আদায় হয় ২৩ কোটি ৬১ লাখ ৯৫ হাজার ৪৩৬ টাকা। এরমধ্যে শুধু সিলেটে কর আদায় হয় ২৩ কোটি ১২ লাখ ৪৫ হাজার ৮১১ টাকা।

বিভাগীয় নগরী সিলেটে সাতদিন মেলা চললেও মৌলভীবাজার চারদিন ব্যাপী মেলা শনিবার শেষ হয়েছে। রোববার হবিগঞ্জে চার দিনব্যাপী মেলা শেষ হয় এবং সুনামগঞ্জ জেলায় চার দিনব্যাপী মেলা চলবে সোমবার (০৭ নভেম্বর) পর্যন্ত।

এছাড়া সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় দুদিন ও মাধবপুর, ছাতক, বালাগঞ্জ ও শ্রীমঙ্গলে একদিনের জন্য ভ্রাম্যমাণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।