ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মৌলভীবাজারে ১৩৪ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৬
মৌলভীবাজারে ১৩৪ হেক্টর জমির ফসল পানিতে নিমজ্জিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মৌলভীবাজার: লাগাতার বৃষ্টিতে মৌলভীবাজার জেলায় ফসলের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। উঠতি ফসল আমন ধান, পিঁয়াজ, রসুন, আলু, টমেটো ও বেগুনসহ বিভিন্ন সবজি পানিতে ডুবে গেছে।

লাগাতার বৃষ্টির কারণে কয়েকদিন পর এসব ফসলে পচন ধরে নষ্ট হবার আশঙ্কা রয়েছে। ফলে, ফলন বিপর্যয় হবে বলে শঙ্কা কৃষকের।

শুক্রবার (৪ নভেম্বর) দুপুর থেকে শুরু হয় বৃষ্টি। কখনও গুঁড়ি গুঁড়ি আবার কখনও প্রবলবেগে বৃষ্টি হয়। যা সোমবার (০৭ নভেম্বর)  পর্যন্ত অব্যাহত রয়েছে।
মৌলভীবাজারের বড়লেখা, জুড়ি, কুলাউড়া, রাজনগর ও কমলগঞ্জসহ জেলার আরও কিছু এলাকার মাঠের সবজি, আলু ও ধানক্ষেত পানিতে ডুবে গেছে।

কৃষকেরা জানান, জমি থেকে পানি শোষণ হতে কয়েকদিন সময় লাগবে। পানি জমে থাকার কারণে অনেকের আলু, পেঁয়াজ ও সবজিতে পচন ধরবে। এদিকে, মাঠের আমন ধান পাঁকা শুরু হয়েছে। কিন্তু হঠাৎ লাগাতার বৃষ্টিতে ধানেরও ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। ফলে, ফলন বিপর্যয় দেখা দিতে পারে।

মৌলভীবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কাজী লুৎফুল বারী বাংলানিউজকে জানান, জেলার মোট ৫০ হেক্টর আমন, ৭০ হেক্টর শাক সবজি, ১২ হেক্টর আলু ও ২ হেক্টর সরিষা বৃষ্টির পানিতে ডুবে গেছে। তবে পানিতে ফসল ডুবে থাকলেও রোদ উঠলে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হবে। আবহাওয়ার পরিবর্তন না হলে গোড়া পচা রোগে আক্রান্ত হতে পারে মাঠের ফসল।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।