ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের (জুলাই-অক্টোবর) প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে ১৬ হাজার ৭৭২ কোটি টাকার বা ১৪ দশমিক ১৪ শতাংশ। গত অর্থবছরের একই সময়ে এ হার ছিল ১০ শতাংশ।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) এ তথ্য উপস্থাপন করেন।
আইএমইডি প্রতিবেদনে দেখা গেছে, চারমাসে মোট ব্যয়ের মধ্যে সরকারি তহবিলের ১০ হাজার ১২৪ কোটি, প্রকল্প সাহায্য ৪ হাজার ৮৬১ কোটি এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১ হাজার ৭৮৮ কোটি টাকা।
বিপরীতে গত অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ১১ হাজার ৫৯৫ কোটি টাকা। ২০১৪-১৫ অর্থবছরের এডিপি বাস্তবায়ন হার ১৪ শতাংশ, টাকার অংকে ব্যয় হয়েছিল ১১ হাজার ২৫১ কোটি টাকা।
অন্যদিকে ২০১৩-১৪ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হার ছিল মাত্র ৬ শতাংশ, টাকার অংকে ১০ হাজার ৩৬৮ কোটি টাকা।
চলতি অর্থবছরে মোট ১ হাজার ৩৬৫টি প্রকল্পের আওতায় ১৬ হাজার ৭৭২ কোটি টাকা ব্যয় হয়েছে।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, চলতি বছরে আমাদের এডিপি বাস্তবায়ন হার অন্য বছরের তুলনায় ভালো। এমনিতেই বছরের প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়ন হার কম হয়। সেই তুলনায় আমরা ভালো করেছি। এ ধারাবাহিকতা চলতে থাকলে বছর শেষে আমরা আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো।
২০১৬-১৭ অর্থবছরে এডিপি বরাদ্দ রাখা হয়েছে এক লাখ ১০ হাজার ৭০০ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেওয়া হয়েছে ৭০ হাজার ৭০০ কোটি টাকা এবং বাকি ৪০ হাজার কোটি টাকা বৈদেশিক সহায়তা।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৬
এমআইএস/জেডএস