ঢাকা: দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করার জন্য সরকার আরেক দফা জ্বালানি তেলের দাম কমাবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকেলে আইএমএফ’র একটি প্রতিনিধিদলের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের তিনি এ কথা জানান।
আইএমএফ’র আট সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মিশন প্রধান ব্রায়ান এইটকেন।
অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি হলো তেল। এটি প্রাপ্তির সহজলভ্যতা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করে। এ ব্যাপারে আমরা একটি প্রস্তাব পাঠাবো। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
তিনি আরও বলেন, জ্বালানি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রস্তাব এসেছে। কাগজপত্র প্রস্তুত করা হচ্ছে। সংসদের আগামী অধিবেশনে যাতে এই প্রস্তাবটি তোলা যায় সেই চেষ্টা করছি। কারণ আমরা মনে করি জ্বালানি তেলের দাম কমলে অর্থনীতি আরেকটু শক্তিশালী হবে।
বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, আইএমএফ মিশনের নতুন প্রধানের সঙ্গে পরিচয় হলো। আগামী ফেব্রুয়ারিতে আইএমএফ এর আসার কথা রয়েছে। তখন সব বিষয়ে আলোচনা হবে।
আইএমএফের নতুন কোনো কর্মসূচিতে বাংলাদেশ যোগদানের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, না, তার কোনো সুযোগ নেই।
বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৬
এসকে/আরএইচএস/জেডএস