ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরা পেপারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
বসুন্ধরা পেপারের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত ছবি: শোয়েব মিথুন

বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পণ্যের পরিবেশকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনেভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা: বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের পণ্যের পরিবেশকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনেভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুসন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান।

সম্মেলনে বসুন্ধরা টিস্যু, এক্সারসাইজ বুক এবং হাইজিন পণ্যের বাজার প্রসারে পরিবেশকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরতে প্রশ্নোত্তর পর্বের আয়োজন করা হয়।

বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান পরিবেশকদের সমস্যার সমাধানের আশ্বাস দিয়ে আগামী দিনে আরও সুসংহতভাবে কাজ করতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিক-নির্দেশনা দেন।

এ সময় হেড অব সেলস অ্যান্ড ব্র্যান্ড (টিস্যু, হাইজিন, এ-ফোর পেপার এবং এক্সারসাইজ বুক) মো. মাসুদুজ্জামান, বসুন্ধরা গ্রুপের বিজনেস ডেভলপমেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্স মহাব্যবস্থাপক তৌফিক হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পরিবেশকদের পুরস্ক‍ৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।