ঢাকা: সম্প্রতি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বের অত্যন্ত সাহসী এক নারী হিসেবে আখ্যায়িত করায় অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।
বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) টাঙ্গাইল চেম্বারের সভাপতি, এফবিসিসিআইর সাবেক প্রথম সহসভাপতি ও বিমান পর্ষদের সাবেক পরিচালক আবুল কাশেম আহমেদ এ অভিনন্দন জানান।
টাঙ্গাইল চেম্বারের পক্ষ থেকে জানানো হয়- হাঙ্গেরির প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে বলেছেন, ‘আমি কোনো নারী সম্পর্কে খুব কমই বলি। কিন্তু আমি এখন আপনাদের বলছি, এ সম্মেলনে আমি যা দেখেছি তাতে বলতে পারি, শেখ হাসিনা বিশ্বের একজন অত্যন্ত সাহসী নারী। খুব কমসংখ্যকই এমন নারী আছেন, যারা দেশের জন্য এমন নিবেদিত। ’
সংগঠনটির নেতারা জানান, প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ববাসীর কাছে অর্থনৈতিক ও বাণিজ্যে ‘দ্রুতগতির অগ্রসরমান দেশ’ হিসেবে পরিচিতি লাভ করেছে। এজন্য অনেক দেশ বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। হাঙ্গেরির প্রধানমন্ত্রীও একই কারণে প্রশংসা করেছেন।
দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার জন্য সবাইকে দোয়া করারও আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল চেম্বার সভাপতি আবুল কাশেম।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৬
এসই/টিআই