ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘সাড়ে ৮ শতাংশ ঋণে ১ লাখ অ্যাপার্টমেন্ট পাবে মানুষ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৬
‘সাড়ে ৮ শতাংশ ঋণে ১ লাখ অ্যাপার্টমেন্ট পাবে মানুষ’ ছবি: দীপু-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাউজক ও গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে। যেখানে ২৫ বছরের জন্য মাত্র সাড়ে ৮ শতাংশ ব্যাংক ঋণে ফ্ল্যাট কিনতে পারবেন মানুষ।

ঢাকা: রাউজক ও গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকায় এক লাখ অ্যাপার্টমেন্ট নির্মাণ করবে। যেখানে ২৫ বছরের জন্য মাত্র সাড়ে ৮ শতাংশ ব্যাংক ঋণে ফ্ল্যাট কিনতে পারবেন মানুষ।

শুক্রবার (০২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত ‘হোমফেস্ট ঢাকা ২০১৬’ উদ্বোধনী অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
 
উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের উদ্যোগে দ্বিতীয়বারের মতো দুই দিনব্যাপী (২ ও ৩ ডিসেম্বর) এ মেলার আয়োজন করা হয়েছে।  
  
অনুষ্ঠানের প্রধান অতিথি গণপূর্তমন্ত্রী বলেন, স্টান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সঙ্গে এ সংক্রান্ত চুক্তি করা হয়েছে। উত্তরায় যে অ্যাপার্টমেন্ট পাবলিক থেকে সাড়ে ৬ হাজার টাকায় পাবেন, তা রাউজক থেকে পাবেন সাড়ে ৪ হাজার টাকায়। সেখানেও ২৫ বছরের সাড়ে ৮ শতাংশ ব্যাংক ঋণ সুবিধা পাওয়া যাবে।
 
‘পূর্বাচলে নিম্নবিত্ত, মধ্যবিত্ত ও উচ্চবিত্তদের জন্য বিভিন্ন আয়তনের ৬৫ হাজার ফ্ল্যাট হবে। সেখানেও ফ্ল্যাট কিনতে ২৫ বছর মেয়াদী সাড়ে ৮ শতাংশ সুদে ঋণ সুবিধা পাবেন গ্রাহকরা। ’
 
হোমফেস্ট প্রসঙ্গে তিনি বলেন, মানুষের রুচির পরিবর্তন হয়েছে। সেজন্য হোমফেস্টের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। শুধু ঢাকা নয়, সারাদেশের মানুষের রুচির পরিবর্তন হয়েছে। এ হোমফেস্ট শুধু ঢাকাতেই নয়, চট্টগ্রামসহ অন্যান্য জায়গাতেও করার সময় এসেছে।  
 
অনুষ্ঠানে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- শিল্পসচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া।
 
এ সময় অন্যদের মধ্যে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেডের চেয়ারম্যান রশিদ খান, বার্জার পেইন্টসের হেড অব ব্র্যান্ড নাবিদ সারোয়ার, হাতিলের হেড অব মার্কেটিং ফিরোজ আল বাবু, আকিজ সিরামিকসের বিল্ডিং ম্যাটেরিয়ালসের অপারেশন পরিচালক মোর্শেদ আলম, ইস্কয়ার ইলেক্ট্রনিক্সের জেনারেল ম্যানেজার সেলস অ্যান্ড মার্কেটিং মঞ্জুরুল করিম, টাপাওয়্যারের হেড অব সেলস সোনিয়া শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।  
 
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৬
আরইউ/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।