ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

দুই বিমা কোম্পানিতে নতুন চেয়ারম্যান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
দুই বিমা কোম্পানিতে নতুন চেয়ারম্যান সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনের লোগা

ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন সাধারণ বিমা করপোরেশন ও জীবন বিমা করপোরেশনে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দ্য ইন্স্যুরেন্স করপোরেশন অ্যাক্ট ১৯৭৩ এর ৭(২) ও ৭(৩) ধারার ক্ষমতাবলে নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।  
 
এতে বলা হয়েছে, সাধারণ বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে আগামী তিন বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের ডিন শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে নিয়োগ করা হলো।

 
 
আর জীবন বিমা করপোরেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য নিয়োগ  করা হলো সরকারের অবসরপ্রাপ্ত সচিব শেলীনা আফরোজাকে।
 
বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।