ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজারে এলো রঙের নতুন ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৭
বাজারে এলো রঙের নতুন ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’ ছবি: সংগৃহীত

ঢাকা: ‘ছড়াও জীবনের রঙ’ এই স্লোগান নিয়ে বাজারে এলো রঙের নতুন ব্র্যান্ড ‘রেইনবো পেইন্টস’। 

শনিবার গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে এ পণ্যটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।  

আর এন পাল জানান, রেইনবো পেইন্টসের রয়েছে বিভিন্ন ইন্টেরিয়র ও এক্সটেরিওর পেইন্ট সল্যুশন আর বৈচিত্রময় শেডস এর নানা কালেকশন।

ক্রেতা ও পরিবেশকদের চাহিদার কথা চিন্তা করে সর্বোচ্চ গুণগত মানের প্রতিশ্রুতি নিয়ে ‘রেইনবো পেইন্টস’ বাজারে আনা হয়েছে। অচিরেই এ পণ্যের ব্যবহার বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।     

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রেইনবো পেইন্টস এর চিফ অপারেটিং অফিসার কামরুল হাসান, প্রধান পরামর্শক মোহাম্মদ শাহজাহান, সিনিয়র জেনারেল ম্যানেজার জাহাঙ্গীর আলম ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার মাইনুল হাসান। এছাড়াও রেইনবো পেইন্টসের প্রায় এক হাজার পরিবেশক উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৭ 
এসএ/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।