ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন ইসলামী ব্যাংকের ব্যবসায় উন্নয়ন সম্মেলন (ছবি: সংগৃহীত)

ঢাকা: ইসলামী ব্যাংকের দু’দিনব্যাপী ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ সম্মেলন হয়।

শনিবার (১৪ জানুয়ারি) ব্যাংক থেকে পাঠোনো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, দেশের অর্থনীতির অন্যতম নিয়ামক ইসলামী ব্যাংক সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস  বা এসডিজি অর্জনে সরকারের সহায়ক হিসেবে কাজ করছে।

তিনি বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ সবাই এখন ডিজিটাল বাংলাদেশের সুবিধা উপভোগ করছে। এসময় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন আরাস্তু খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. আবদুল মাবুদ, পরিচালক মো. হুমায়ুন কবির, মো. জয়নাল আবেদীন, মো. মিজানুর রহমান, প্রফেসর ড. মো. সিরাজুল করিম ও শরী’আহ সুপারভাইজরি কমিটির সদস্য সচিব প্রফেসর ড. মোহাম্মদ আবদুস সামাদ।

ম্যানেজিং ডিরেক্টর মো. আবদুল হামিদ মিঞার সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহবুব-উল-আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, জোন প্রধান ও শাখা ব্যবস্থাপকরা।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
ওএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।