ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চিকিৎসক ও নিউট্রিশিয়ানিস্টের মাধ্যমে ফ্রি স্বাস্থ্যসেবা, বয়সভিত্তিক দুধ আর পণ্য কিনলেই ছাড়ের সঙ্গে পুরস্কার পাওয়া যাচ্ছে মার্কস প্যাভেলিয়নে।
এসবের পাশাপাশি শিশুসহ সব বয়সী মানুষকে সারাক্ষণ আনন্দ দিচ্ছে টাইগার আর জেরি।
মার্কস প্যাভেলিয়ানের দায়িত্বরত আবুল খায়ের কনজুমার গুডস ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার একেএম শাহিদুল ইসলাম সোহাগ বাংলানিউজকে জানান, বয়সভিত্তিক দুধ একমাত্র আমরাই দিচ্ছি। মেলায় ১০টি প্যাকেজ দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাকেজের সঙ্গে থাকছে কুপন। কুপনে প্রতিদিন এলইডি টিভিসহ থাকছে নিশ্চিত পুরস্কার।
দুধের বাজারে ‘মার্কস’ শীর্ষস্থানীয় ব্র্যান্ড। স্বাস্থ্য সচেতন মানুষের পুষ্টি ও মানসিক বিকাশে মার্কস বয়সভিত্তিক চার ধরনের দুধ বাজারে এনেছে যা অন্য কোনো কোম্পানির নেই।
৩২০ টাকার ৪০০ গ্রাম ‘মার্কস একটিভ স্কুল’ ৩০ টাকা ছাড়ে দেওয়া হচ্ছে ২৯০ টাকায়। এ দুধ ৪ থেকে ১৬ বছর শিশুদের শরীরের ভীত গড়া, শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করে। সঙ্গে থাকছে কুপন। কুপনে প্রতিদিন থাকছে এলইডি টিভিসহ নিশ্চিত পুরস্কার। ১৬ থেকে ৪০ বছর বয়সীদের জন্য আছে হাই-ক্যালসিয়াম, হাই-প্রোটিন, ম্যাগনেসিয়াম ও মিনারেল সমৃদ্ধ ‘মার্কস ইয়ং স্টার’।
৪০ ঊর্ধ্বদের সুস্থ, সচল ও কর্মতৎপর রাখতে ন্যানো ক্যালসিয়াম ও বোন নিউট্রেশন সমৃদ্ধ ৪০০ গ্রাম ‘মার্কস গোল্ড’ দুধ ৩০ টাকা ছাড়ে দেওয়া হচ্ছে ২৯০ টাকায়। সঙ্গে থাকছে কুপন।
সব বয়সীদের জন্য পুষ্টিগুণ সমৃদ্ধ ও ফ্যাটহীন ৪০০ গ্রাম ‘মার্কস ডায়েট’ ৩০ টাকা ছাড়ে দেওয়া হচ্ছে ২৯০ টাকায়। সঙ্গে থাকছে কুপন। এছাড়া ৪০০ গ্রাম মার্কস ডায়াবেটিক মিল্কের সঙ্গে থাকছে কুপনের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার। তিনি বলেন, মার্কস একটিভ স্কুল, মার্কস ইয়ং স্টার, মার্কস গোল্ড, মার্কস ডায়েট ও মার্কস ডায়াবেটিক মিল্ক এর যেকোন দু’টি একসঙ্গে কিনলে একটি ক্যালেন্ডার, একটি ইয়ার টাইট কন্টেইনার ফ্রি দেওয়া হচ্ছে। সঙ্গে কুপনের মাধ্যমে গিফট থাকছে।
২৯০ টাকার ২০০ গ্রাম সিলন চা পাতা ও ৪০০ গ্রাম মার্ক পাউডার দেওয়া হচ্ছে ২৬০ টাকায়। ৪০০ গ্রাম সিলন চা পাতা ও ৫০০ গ্রাম মার্কস মিল্ক মিলছে ৪৪ টাকা ছাড়ে ৩৭০ টাকায়।
১ কেজি টিন পাউডার মিল্ক, ৪০০ গ্রাম চা পাতা ও ৮ পিস চকলেট মিল্ক প্যাকেজ ১০৪ টাকা কমে পাওয়া যাচ্ছে ৯৫০ টাকায়। সঙ্গে থাকছে নিশ্চিত পুরস্কারের কুপন।
মার্কস ব্র্যান্ড আর উন্নতমানের দুধ কিনতে ভিড় করছে ক্রেতারা। ছাড় আর গিফটের কারণে গত বছরের চেয়ে এবার বেশি সাড়া পাওয়া যাচ্ছে বলে জানান সোহাগ।
তিনি বলেন, মেলায় আগত দর্শনার্থীদের জন্য ফ্রিতে ব্লাড প্রেসার, ব্লাড সুগার, বিএমআই (বডি ম্যাস ইনডেক্স) ও বিএমডি (বোন মিনারেল ডেনজেটি) চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
চিকিৎসার পাশাপাশি চিকিৎসক ও নিউট্রিশিয়ানিস্ট স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক ফ্রি সেবা দিচ্ছেন। পরীক্ষার পাশাপাশি প্রেসক্রিপশন দেওয়া হচ্ছে। এতে মেলায় আগতদের মধ্যে বেশ সাড়া পড়েছে।
বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
আরইউ/আরআর/এসএইচ