ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট আইন কার্যকরের আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
ভ্যাট আইন কার্যকরের আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক

ঢাকা: ভ্যাট আইন কার্যকরের আগে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ঘোষণা অনুযায়ী চলতি বছরের ১ জুলাই থেকে এ আইন কার্যকর হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) সচিবালয়ে জাতিসংঘের ফুড অ্যান্ড অর্গানাইজেশনের বাংলাদেশে নবনিযুক্ত রিপ্রেজেন্টেটিভ সুসান লোরেন লাটজির সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের একথা জানান।  
 
ভ্যাট নিয়ে অর্থমন্ত্রী বলেন, ভ্যাট নিয়ে অভিযোগ-টোবিযোগ আছে।

আমাদের ব্যবসায়ী সমাজ এখনও এটাকে ঠিকমত গ্রহণ করেননি। এটা নিয়ে আমাদের ইন্টারনাল আলোচনা ছিল।
 
প্রাক্তন একজন কর্মকর্তার কাছ থেকে এ বিষয়ে রিপোর্ট চেয়ে পাওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, তা নিয়ে আলোচনাও হয়েছে। এটা নিয়ে আরও আলোচনা করা দরকার। এ বিষয়ে এখন আর কিছু বলতে পারব না।
 
তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড বাণিজ্য ও শিল্প সমিতির সঙ্গে আলোচনা করছে, আমিও তাদের সঙ্গে আরেকটা সভায় বসব। তারপরে হয়তো কিছু সিদ্ধান্ত নেব।
 
ভ্যাট আইন কার্যকর করতে আগামী বাজেট চলে আসবে বলেও জানান মুহিত। ভ্যাটের নতুন আইন জুলাই মাসে কার্যকর হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সেটা মোটামুটি সবাই গ্রহণ করে নিয়েছেন। আমরাও শুনতে চাই যে তারা যদি এটা অপোজ করেন তাহলে এটা তো ভালো কাজ হবে না।
 
ভ্যাট আইন কার্যকরের আগে এটি নিয়ে ব্যবসায়ীদের অবস্থান জানতে প্রতিনিধিদের সঙ্গে বসা হবে বলে জানান মন্ত্রী।  
 
ব্যবসায়ীরা ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ ভ্যাট চায়- এ বিষয়ে মন্ত্রী বলেন, আগে তো তারা চেয়েছিলেন বিভিন্ন রেইটস, নট ফিফটিন পারসেন্টস বাট ডিফারেন্টশিয়াল রেইটস। আমি বলেছি ১৫ শতাংশই হবে। আমি তখনও বলেছি, একটু অভ্যস্থ হলে তখন বিভিন্ন রেইটস নিয়ে চিন্তা করা যেতে পারে। শুরুতে একই রেইটস একটা ভালো সিদ্ধান্ত।
 
রাজস্ব আদায় খারাপ হচ্ছে না এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী বলেন, এবার কিছু কিছু ভালো ভালো সাইন আছে। করদাতার সংখ্যার পাশাপাশি এবং তরুণদের কর দেওয়ার প্রবণতা বৃদ্ধি পেয়েছে।  
 
চলতি বছর শেষে রাজস্ব ৪০ হাজার কোটি টাকা হবে বলে সিপিডির ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করে মন্ত্রী বলেন, কিসের ভিত্তিতে সিপিডি এমন প্রাক্কলন করেছে তারা? এবছর সরকার দুই লাখ ৩ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
 
রাকাব অনেক অ্যাকটিভ
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন চেয়ারম্যান দুই-এক দিনের মধ্যে দায়িত্ব নেবেন জানিয়ে অর্থমন্ত্রী বলেন, রাজশাহীতে এ ব্যাংকের প্রধান কার্যালয় হলেও তারা অনেক অ্যাকটিভ।  

তিনি বলেন, উত্তরাঞ্চল কৃষিকাজে যথেষ্ট দক্ষ, কৃষি ঋণটাই বেশি নেওয়া হয়, সেদিকে নজর দিতে হবে।
 
সব আন্তর্জাতিক সংস্থার সঙ্গেই বাংলাদেশের সম্পর্ক ভালো অবস্থানে আছে বলেও জানানা মুহিত। তিনি বলেন, আমরা নিজেদের কার্যক্রম প্রণয়নে যথেষ্ট দক্ষতা ইতোমধ্যে আহরণ করেছি। যার ফলে আমাদের কার্যক্রমের সঙ্গেই তারা খাপ খাইয়ে চলে।
 
বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এমআইএইচ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।