ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) এক্সিকিউটিভ ডিরেক্টর এরথারিন কাজিন সংস্থাটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠানে মাস্টারকার্ডের প্রেসিডেন্ট ও চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় বাঙ্গার হাতে অ্যাওয়ার্ডটি তুলে দিয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) মাস্টারকার্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত পাঁচ বছর ধরে মাস্টারকার্ড ও ডব্লিউএফপি’র যৌথ উদ্যোগে ‘ক্ষুধা নিধন প্রচারণা’ চলছে। যেহেতু ফুড অ্যাসিসট্যান্স ডেলিভারিতে নতুনত্ব আনতে প্রযুক্তির এক বিশেষ ক্ষমতা আছে, সেহেতু মূল তহবিল উত্থাপনে এ অংশীদারিত্ব ডব্লিউএফপি’র অভিযানে নতুন ধারণা নিয়ে এসেছে।
দৈনন্দিন জীবনে সহায়তার পাশাপাশি মাস্টারকার্ড ও এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক ও ক্ষুদ্র অংশীদাররা ফান্ড গঠনের মাধ্যমে পৃথিবীর নানা প্রান্তে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের জন্য ১ কোটি ৭০ লাখেরও বেশি স্কুল টিফিনের ব্যবস্থা করেছে। ২০২০ সালের আগে আর্থিক সেবার আওতার বাইরে থাকা ৫০ কোটি মানুষের কাছে নিজের সেবা পৌঁছে দিতে প্রতিজ্ঞাবদ্ধ মাস্টারকার্ড।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি ডাভসের ডব্লিউএফপি’র মিলনায়তনে ‘গ্লোবাল গলস ডিনার ফর এ হেলদি নট হাঙ্গরি ওয়ার্ল্ড’ এ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এসই/জিপি/এএসআর