ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘করদাতাদের হয়রানি না করার অঙ্গীকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১১ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
‘করদাতাদের হয়রানি না করার অঙ্গীকার’ রাজধানীতে আন্তর্জাতিক কাস্টমস দিবসে র‌্যালি

ঢাকা: করদাতাদের হয়রানি ও তাদের সঙ্গে অসদাচরণ না করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের শপথ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ডের সামনে আন্তর্জাতিক কাস্টমস দিবসের র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

২৬ জানুয়ারি বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালিত হচ্ছে।

এবছর দিবসের স্লোগান ‘তথ্য উপাত্তের পর্যালোচনা, কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা’।

দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করার আহ্বান জানিয়ে চেয়ারম্যান বলেন, আর্ন্তজাতিক কাস্টমস দিবসে জাতীয় রাজস্ব বোর্ডের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারির অঙ্গীকার হবে দেশের জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ করা। দেশ প্রেমে উদ্ধুদ্ধ হয়ে করদাতাদের কাঙ্খিত সেবা প্রদানে উৎসাহিত করতে হবে। করদাতাদের কোনো হয়রানি, কর আহরণে বিশৃঙ্খলা ও করদাতাদের সঙ্গে অসদাচরণ করা যাবে না।
 

কর্মকর্তাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের সহকর্মীরা অত্যন্ত কষ্টকর পরিবেশে বিভিন্ন জায়গায় উন্নয়নের অক্সিজেন রাজস্ব আহরণে ঝুঁকি নিয়ে কাজ করছেন। যারা করদাতাবান্ধব পরিবেশ সৃষ্টিতে কাজ করছেন তাদের ধন্যবাদ জানাচ্ছি। আরো অধিকতর করদাতা-বান্ধব, ব্যবসা-বান্ধব ও বিনিয়োগ-বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে।

 
পরে খোলা জিপে বেলুন উড়িয়ে র‌্যালির উদ্বোধন করেন চেয়ারম্যান। র‌্যালিটি দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, মৎস্য ভবন, সুপ্রিমকোর্ট, জাতীয় প্রেসক্লাব হয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে এনবিআর সদস্য, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা, জাতীয় পর্যায়ের খেলোয়াড়, নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাহিত্যিক, শিক্ষার্থী, সেলিব্রেটিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১১৫২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৭
আরইউ/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।