টক, ঝাল,মিষ্টি ও অন্যান্য ক্যাটাগরিতে সেরা তিনজনকে পুরস্কার দেওয়া হয়।
একই সঙ্গে তিন ক্যাটাগরি মিলে ঢাকার শাহনাজ শারমিনকে বর্ষসেরা আচার প্রতিযোগীর পুরস্কার তুলে দেওয়া হয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘প্রাণ ১৭তম জাতীয় আচার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, আচার প্রতিযোগিতায় প্রায় সাড়ে চার হাজার প্রতিযোগীর সাড়ে সাত হাজার আচার জমা পড়েছে। এখান থেকে ৪৮টি আচার ফাইনালের জন্য নির্বাচন করা হয়।
এর মধ্যে টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য এই চার ক্যাটাগরিতে ১৩ জনের আচার সেরা নির্বাচন করে পুরস্কার দেওয়া হয়। বর্ষসেরা আচার প্রতিযোগীকে দুই লাখ টাকা।
এছাড়া প্রতি ক্যাটাগরির সেরা প্রতিযোগীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় সেরা প্রতিযোগীকে ওয়াশিং মেশিন ও তৃতীয় প্রতিযোগীকে মাক্রোওভেন পুরস্কার হিসেবে দেওয়া হয়।
টক আচার বিভাগে প্রথম স্থান অধিকার মিনারা খাতুন। ঝাল বিভাগে আয়েশা খাতুন, মিষ্টি আচারে ফরিদা পরভীন এবং অন্যান্য বিভাগে আমেনা খাতুন।
জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন শিল্পী হাবিব ওয়াহিদ এবং ভয়েজ শিল্পী মাসুম, সুকন্যা ও রেশমি। জনপ্রিয় বাংলা গানের সঙ্গে নাচ পরিবেশন করে চিত্র নায়ক ইমন ও নায়িকা নিপুন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রাণ আরএফএলের গ্রুপের নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, পরিচালক (করপোরেট ফাইনান্স) উজমা চৌধুরী, চ্যানেল আইয়ের নির্বাহী পরিচালক ইসরারুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমসি/এএটি/পিসি