ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আগামী নিবাচনের বোর্ড গঠন করলো এফবিসিসিআই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৭
আগামী নিবাচনের বোর্ড গঠন করলো এফবিসিসিআই

ঢাকা: দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এর আগামী ২০১৭-১৮ এবং ২০১৮-১৯ মেয়াদকালের নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করা হয়েছে।

গত ২৯ জানুয়ারি ফেডারেশনের পরিচালনা পর্ষদের বোর্ডসভায় এ দুটি বোর্ড গঠন করা হয় বলে জানিয়েছে এফবিসিসিআই।

অন্যান্য বছরের মতো এবারও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সাবেক সংসদ সদস্য প্রফেসর মো. আলি আশরাফ।

  বোর্ডের মনোনীত অপর দুজন সদস্য হলেন- এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক মো. শামসুল আলম এবং অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক কে. এম. এন. মঞ্জুরুল হক।

আর নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান হয়েছেন এফবিসিসিআইয় এর সাবেক পরিচালক জাহাঙ্গীর আলামিন। আপিল বোর্ডের অপর দুজন সদস্য হলেন- চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি মির্জা আবু মনসুর এবং ঢাকা ক্লাবের সাবেক সভাপতি খায়রুল মজিদ মাহমুদ।

বাংলাদেশ সময়: ০৪২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
ওএফ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।