অর্থমন্ত্রী বলেন, এডিবির সঙ্গে আমাদের লেনদেন ভালো। গত বছর ৮শ ১৩ মিলিয়ন ডলার লেনদেন হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাংয়ের সঙ্গে বৈঠক শেষে মুহিত সাংবাদিকদের এ কথা বলেন।
বৈঠকে এডিবির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা হুইপিং হুয়াং, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোচি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি প্রমুখ।
অর্থমন্ত্রী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তার অ্যানুয়াল ট্রিপে এসেছেন। ওদের অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর। এটা কেবল শুরু হয়েছে। আমাদের যে লক্ষ্য আছে এ বছরে, সেটা আমরা সেভাবেই ধরে রাখতে চাই।
মুহিত আরও বলেন, তাদের কিছু জাতীয় বরাদ্দ আছে, আমরা যেটা বিশ্ব ব্যাংকের সঙ্গেও করি, তাদের সঙ্গেও করি। আমরা সবসময়ই ভালো কিছু করছি।
**দুদকের কাজে সহযোগিতা করবে এডিবি
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএম/এএ