ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিবির ৬ বিলিয়ন ডলার পাইপ লাইনে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৭
এডিবির ৬ বিলিয়ন ডলার পাইপ লাইনে এডিবির ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাংয়ের সঙ্গে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সাক্ষাৎ/ছবি: বাংলানিউজ

ঢাকা: এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ছয় বিলিয়ন ডলারের ঋণ সহায়তা পাইপলাইনে রয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

অর্থমন্ত্রী বলেন, এডিবির সঙ্গে আমাদের লেনদেন ভালো। গত বছর ৮শ ১৩ মিলিয়ন ডলার লেনদেন হয়েছে।

আরও ৬ বিলিয়ন ডলার পাইপলাইনে আছে। আমরা এই স্ট্যান্ডার্ড ধরে রাখতে চাই।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ওয়েনচাই ঝ্যাংয়ের সঙ্গে বৈঠক শেষে মুহিত সাংবাদিকদের এ কথা বলেন।

বৈঠকে এডিবির প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন, ভাইস প্রেসিডেন্টের উপদেষ্টা হুইপিং হুয়াং, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগোচি, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর চাই লি প্রমুখ।

অর্থমন্ত্রী বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট তার অ্যানুয়াল ট্রিপে এসেছেন। ওদের অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর। এটা কেবল শুরু হয়েছে। আমাদের যে লক্ষ্য আছে এ বছরে, সেটা আমরা সেভাবেই ধরে রাখতে চাই।

মুহিত আরও বলেন, তাদের কিছু জাতীয় বরাদ্দ আছে, আমরা যেটা বিশ্ব ব্যাংকের সঙ্গেও করি, তাদের সঙ্গেও করি। আমরা সবসময়ই ভালো কিছু করছি।

**দুদকের কাজে সহযোগিতা করবে এডিবি

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরএম/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।