আশুগঞ্জ সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি বাংলানিউজকে জানান, বিকেল সাড়ে ৪টার দিকে গ্যাসের চাপ কমে যাওয়ায় কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায়। তবে বর্তমানে কারখানার অ্যামোনিয়া প্লান্ট চালু রয়েছে।
গত বছরের ১৭ ডিসেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানার অ্যামোনিয়া প্লান্টের সিঙ্গেস কম্প্রেসারের ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পর নানান যন্ত্রাংশ পরিবর্তন করে ৫৪ দিন পর বুধবার সকালে কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়।
** দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
আরবি/এসএইচ