সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ চুক্তি সই করা হয়।
নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফিন্যান্সিয়াল ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মনোজ কুমার বিশ্বাস ও এসবিএসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. রফিকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী, এসবিএসি ব্যাংকের আইডি বিভাগের প্রধান ও এসইভিপি শফিউদ্দিন আহমেদ, এভিপি মো. মাজহারুল হাসানসহ উভয় প্রতিষ্ঠানের পদস্থ কর্মকর্তারা।
এ চুক্তির ফলে টেক্সটাইল ও চামড়া রপ্তানিকারকরা সহজ শর্তে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী ঋণ সুবিধা পাবেন।
কেন্দ্রীয় ব্যাংক রপ্তানিকারকদের সুবিধার্থে নিজস্ব অর্থায়নে এ ফান্ড গঠন করেছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৭
এসই/এএ