ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ডাটাবেজের আওতায় আসছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
ডাটাবেজের আওতায় আসছে ব্যাংক-আর্থিক প্রতিষ্ঠানের অনিয়ম ‘ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিসিএমএস)’ নামের ওয়েব বেইজড সফটওয়্যারের উপর প্রশিক্ষণ কর্মশালা/ছবি-বাংলানিউজ

ঢাকা: ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণখেলাপিসহ বিভিন্ন অনিয়ম-জালিয়াতির অসংখ্য কেস এবার ডাটাবেজের আওতায় আসছে।

ডাটাবেজের আওতায় তথ্য সংরক্ষণের প্রক্রিয়া সহজতর করতে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের লিটিগেশন উইংয়ের তত্ত্বাবধানে ‘ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিসিএমএস)’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) কম্পিউটার ল্যাবে ‘ডিজিটাল কেস ম্যানেজমেন্ট সিস্টেম (ডিসিএমএস)’ নামের এ ওয়েব বেইজড সফটওয়্যারের উপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।



অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আয়োজিত কর্মশালায় উপস্থিত ছিলেন, বিআইসিএমের নির্বাহী প্রেসিডেন্ট মোহাম্মাদ আব্দুল হান্নান জোয়ারদার, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব শামস্ আল-মুজাহিদ, উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ৩৮ জন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন।

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৭
এমএফআই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।