ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাজাজের চার ও তিন চাকার কিউট গাড়ি আনলো রানার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
বাজাজের চার ও তিন চাকার কিউট গাড়ি আনলো রানার বাজাজের চার ও তিন চাকার কিউট গাড়ি আনলো রানার- ছবি: সুমন শেখ

ঢাকা: বাংলাদেশের পরিবহন চাহিদা পূরণে ভারতীয় অটোমোবাইলস কোম্পানি বাজাজের বিকল্প জ্বালানি এলপিজি ও ডিজেলচালিত কিউট ব্র্যান্ডের গাড়ি আনলো রানার অটোমোবাইলস লিমিটেড।

খুব শিগগিরই বাজাজের সর্বশেষ মডেলের কিউট তিনচাকার মালামাল ও যাত্রী পরিবহন এবং চার চাকার যাত্রী পরিবহন গাড়ি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) নতুন এসব পরিবহনের বাজারজাতকরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বাজাজের জেনারেল ম্যানেজার মনিষ শিং রাঠোর (আর্ন্তজাতিক বাণিজ্য) বলেন, বাংলাদেশে বাজাজ এলপিজি এবং ডিজেলচালিত থ্রি-হুইলার যাত্রী ও মালবাহী যান আনতে পেরে আমরা আনন্দিত। একইসঙ্গে ফোর হুইলার কিউটও রানারের মাধ্যমে বাংলাদেশের বাজারে আনতে পেরে আমরা গর্ববোধ করছি।
বাজাজের চার ও তিন চাকার কিউট গাড়ি আনলো রানার- ছবি: সুমন শেখ
তিনি বলেন, নিরাপদ-আকর্ষণীয় জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশের উপযোগী কিউট বাংলাদেশে পরিবহন খাতে বড় অবদান রাখবে। এছাড়া জনবসতিপূর্ণ নগরীর জন্য উপযোগী হবে। এরই মধ্যে এটি বিশ্বের ২০টি দেশে বাজারজাত করা হয়েছে।

রানার গ্রুপের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান খান বলেন, আজ আমাদের আনন্দের দিন। সারা বিশ্বের একটি সমাদৃত ব্র্যান্ড বাজাজের সঙ্গে যুক্ত হয়ে রানার অটোমোবাইলস নতুন একটি যুগে প্রবেশ করলো। বাজারে আনা থ্রি-হুইলারটি বাংলাদেশের পরিবহন সেক্টরের চাহিদা পূরণ করতে সক্ষম হবে। একইসঙ্গে পরিবেশবান্ধব বাহন হওয়ায় পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়তে সহায়তা করবে।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রানার অটোমোবাইলস ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মাসহ রানারের ডিলার, মালিক সমিতি ও চালক সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৭
এমসি/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।