ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ

বেনাপোল (যশোর): সফটওয়্যার আপডেটের কারণে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে দু'দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল থেকে দিনভর এপথে আমদানি-রফতানি বন্ধ থাকবে বলে জানিয়েছ কাস্টমস কর্তৃপক্ষ।

বেনাপোল কাস্টমস চেকপোস্ট কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা নাদিম আহম্মেদ বাংলানিউজকে জানান, সকাল থেকে কাস্টমসে সফটওয়্যার আপডেটের কাজ চলবে।

একারণে এদিন বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার জন্য ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। ফলে সারাদিন এপথে আমদানি-রফতানি বন্ধসহ বেনাপোল বন্দর ও কাস্টমসে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ থাকবে। রোববার (১৯ ফেব্রুয়ারি) সকাল থেকে আবারো দু'দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, এপথে আমদানি-রফতানি বন্ধ থাকলেও দু'দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক আছে।

বাংলাদেশ সময়: ১০১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৭
এজেডএইচ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।