ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ অংশীদার চীন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে গুরুত্বপূর্ণ অংশীদার চীন এফবিসিসিআই এ চীন-বাংলাদেশ ব্যবসায়িক সম্মেলন/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে চীন একটি গুরুত্বপূর্ণ অংশীদার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রিসের (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চীন-বাংলাদেশ ব্যবসায়িক সভায় প্রধান অতিথির বক্তেব্য তিনি এ মন্তব্য করেন।

এফবিসিসিআই এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর সাউথ সাউথ কো-অপারেশন (আইওএসএসসি) যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় আমিনুল ইসলাম বলেন, চীন বাংলাদেশের ব্যবসায়িক অংশীদার। এছাড়া বাংলাদেশে বিনিয়োগকারীদের জন্য চট্টগ্রামের আনোয়ারায় অর্থনৈতিক জোন করা হবে। সেখানে চীনা বিনিয়োগকারী ব্যবসায়ীদের আলাদা অগ্রাধিকার দেওয়া হবে।

এছাড়া চীনা বিনিয়োগকারীদের বিনিয়োগের নিশ্চয়তা দিতে বাংলাদেশ বিশেষ ভূমিকা পালন করবে বলে জানান আমিনুল ইসলাম।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের সভাপতি আবদুর মাতলুব আহম্মাদ সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই'র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, আইওএসএসসি’র চেয়ারম্যান মি. লিউ জিনহুয়া, সংগঠনের ভাইস চেয়ারম্যান টং মিং টাও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওএফ/ওএইচ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।