ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগে সবচেয়ে উপযোগী’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
‘এশিয়ায় বাংলাদেশ বিনিয়োগে সবচেয়ে উপযোগী’ চীন-বাংলাদেশ যৌথ বাণিজ্য সভা- ছবি: কাশেম হারুন

ঢাকা: বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে সফরত কাউন্সিল ফর প্রমোটিং সাউথ সাউথ কো-অপারেশনের (সিপিএসএসসি) চেয়ারম্যান লিউ জিনহুয়া বলেছেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভালো। তাই আমরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী।

রবিবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকায় ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কার্যালয়ে চীন-বাংলাদেশ যৌথ বাণিজ্য সভায় এ কথা বলেন তিনি।

লিউ জিনহুয়া বলেন, বাংলাদেশের শিল্প উন্নয়নে আমরা সহযোগী হতে চাই।

নতুন বিনিয়োগের পাশাপাশি মুনাফার সম্পূর্ণ অংশ তুলে না নিয়ে একটি অংশ শিল্পোন্নয়নে বিনিয়োগ করতে চাই। বাংলাদেশে রাজনৈতিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। বিনিয়োগের উপযুক্ত সময় এখনই। তাই চীনের বিভিন্ন কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।

তিনি বলেন, আমাদের কোম্পানিগুলো সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে পাকিস্তানে। তবে পাকিস্তানে লেবার কস্ট অনেক বেশি। সেটা আমরা নজরদারি করেছি, তাই বিনিয়োগের উপযুক্ত স্থান হিসেবে বাংলাদেশকে বেছে নিয়েছি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম।

সভায় আরও উপস্থিত ছিলেন- এফবিসিসিআই’র প্রথম সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সহ-সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং, সংগঠনের ভাইস চেয়ারম্যান টং মিং টাও প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৭
ওএফ/জিপি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।