ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবাসী বিমার নীতিমালা হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, মার্চ ৬, ২০১৭
প্রবাসী বিমার নীতিমালা হচ্ছে

ঢাকা: প্রবাসী বাংলাদেশিদের বিমার জন্য নীতিমালা করছে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। চলতি মাসেই নীতিমালার কাজ শেষ হবে বলে জানিয়েছে আইডিআরএ সূত্র।


আইডিআরএ’র ঊর্ধ্বতন এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, প্রবাসী বিমার প্রিমিয়াম কত হবে, বিমা পণ্যগুলো কত ধরনের হবে, কোন কোন কোম্পানির বিমা করতে পারবে এই নীতিমালায় সব থাকবে। প্রব‍াসী কল্যাণ ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে আইডিআরএ নীতিমালার কাজ করছে।

সূত্র জানায়, কর্মসংস্থানের সন্ধানে যাওয়া প্রবাসীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত কর‍ার উদ্যোগ নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় প্রবাসীদের জন্য বিমা বাধ্যতামূলক করা হচ্ছে। বিদেশ গমনের আগে প্রত্যেককেই এই বিমা পলিসি গ্রহণ করতে হবে।

প্রবাসী বিমা পলিসি গ্রহণ করলে প্রবাসী কর্মীরা বছরে দেড় হাজার টাকা প্রিমিয়াম দিয়ে সাড়ে ৭ লাখ টাকার বিমা সুবিধা পাবেন। দে‍শীয় বিমা কোম্পানির মাধ্যমে এই সুবিধা চালু করা হয়েছে।

‘প্রবাসী’ নামে নতুন এই বিমা পলিসির আওতায় গ্রাহকের যেকোনো আকস্মিক দুর্ঘটনা ও মৃত্যুর দাবি পূরণ করবে বিমাকারী প্রতিষ্ঠান বা কোম্পানি। কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়া এসব বাংলাদেশি শ্রমিক ও তাদের পরিবারের সামাজিক-আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাই এই বিমার উদ্দেশ্য।

এর আগে প্রবাসী কর্মীদের বিমার আওতায় নিয়ে আসতে বেশকিছু সুপারিশ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণায় সম্পর্কিত স্থায়ী কমিটি। সুপারিশে বলা হয়, বার্ষিক দেড় হাজার টাকা প্রিমিয়াম দিয়ে একজন বিমা গ্রহীতা পাবেন সাড়ে ৭ লাখ টাকার বিমা সুবিধা।

সূত্র জানা, ২০০৯ সালে সরকার প্রথম প্রবাসী কর্মীদের জন্য বিমা অনুমোদনের উদ্যোগ নেয়। কিন্তু প্রক্রিয়াগত জটিলতার কারণে দীর্ঘদিন ধরে এ উদ্যোগ আটকে থাকে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর বর্তমান সরকার এ নিয়ে আবারও তোড়জোড় শুরু করে। পুরনো আইনের সংশোধন করে ২০১০ সালে বিমা আইন প্রণয়ন করে সরকার। বিমা অধিদপ্তর বিলুপ্ত করে ২০১১ সালে গঠন করে আইডিআরএ।

এরই ধারাবাহিকতায় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে ২০১৫ সালের ১৫ ফেব্রয়ারি প্রবাসী কর্মীদের জন্য প্রবাসী নামে নতুন এই পলিসির অনুমোদন দেয় আইডিআরএ। তবে এর কোনো নীতিমালা না থাকায় দেশের সব নন-লাইফ বিমা কোম্পানিকে ‘প্রবাসী’ বিমা চালুর অনুমোদন দেওয়া হলেও এখন পর্যন্ত গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছায়নি এই বিমা সুবিধা।

অনুমোদনের ২ বছর হয়ে গেলেও বেশিরভাগ বিমা কোম্পানি এই পলিসি চালু করতে পারেনি। এমনকি অনেক বিমা কোম্পানির কর্তা ব্যক্তিদের নতুন এই পলিসি সম্পর্কে কোনো ধারণাই নেই। আর যেসব কোম্পানি এই পলিসি চালু করেছে তারাও এখন পর্যন্ত বাজারজাত করতে পারেনি। তাই  প্রবাসী বিমার নীতিমালা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৬৩৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৭
এমএফআই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।