ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বগুড়ায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মার্চ ৮, ২০১৭
বগুড়ায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু বগুড়ায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা উপলক্ষে ৠালি- ছবি- আরিফ জাহান

বগুড়া: ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বগুড়ায় সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলার উদ্বোধন করা হয়েছে।
 
 

বুধবার (০৮ মার্চ) দুপুরে বগুড়া জিলা স্কুল মাঠে জেলা প্রশাসক (ডিসি) মো. আশরাফ উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন ঘোষণা করেন।
 
এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  
 
পরে মেলা মঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিসি মো. আশরাফ উদ্দিন বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের পণ্যের বাজারজাতকরণে এসএমই ফাউন্ডেশন সহায়তা দিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের মেলার মাধ্যমে উৎপাদক, ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে ওঠে।  
 
ডিসি মো. আশরাফ উদ্দিন আরো বলেন, মেলার মাধ্যমে এসএমই পণ্যের বাজার সম্প্রসারিত হয়। পাশাপাশি শিল্পায়নের বিকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
 
এছাড়া অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আশরাফুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রায়হানা ইসলাম, জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সিনিয়র তথ্য কর্মকর্তা মজিবর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।   
 
মেলায় রাজশাহী বিভাগের আটটি জেলা ছাড়াও অন্য স্থানে উদ্যোক্তারাও অংশগ্রহণ করতে পারবেন। এবারের মেলায় ৬০টির মতো স্টল থাকছে। এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, কৃষি প্রক্রিয়াজাত পণ্যসহ দেশীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে।  
 
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রবেশে থাকছে না কোনো প্রবেশ মূল্য। মেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলেও আয়োজক কমিটি জানিয়েছে।  
 
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৭
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।