ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশকে সক্ষমতা অনুযায়ী রিজার্ভ ধারণ করতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, মার্চ ৯, ২০১৭
বাংলাদেশকে সক্ষমতা অনুযায়ী রিজার্ভ ধারণ করতে হবে সংবাদ সম্মেলনে বক্তারা/ ছবি:-বাংলানিউজ

ঢাকা: বাংলাদেশকে সক্ষমতা অনুযায়ী রিজার্ভ ধারণ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত আন্তর্জাতিক আর্থিক তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের প্রধান ব্রায়ান এইটকেন।

বৃহস্পতিবার (০৯ মার্চ) দুপুরে রাজধানীর বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ব্রায়ান এইটকেন বলেন, বাংলাদেশকে সরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে।

নতুবা সমস্যায় পড়তে পারে। আর এক্ষেত্রে বাংলাদেশকে নতুন ঋণ দেওয়া ও ঋণ আদায়ে আরও বেশি সক্ষমতা দেখাতে হবে। এছাড়া সরকারকে সঞ্চয়পত্র থেকে অর্থ না তুলে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সিদ্ধান্ত নিতে হবে।

সংবাদ সম্মেলনে প্রকাশিত এক প্রতিবেদনে আইএমএফ জানায়, বাংলাদেশ দৃঢ় মুদ্রানীতি ব্যবস্থাপনা ও আর্থিক শৃঙ্খলা স্থিতিশীলতা রক্ষা করেছে। এছাড়া বাংলাদেশকে উচ্চ প্রবাসী আয় ও ভোগ্যপণ্যের কম দামের সুবিধা নিতে সাহায্য করেছে। ফলে উৎপাদন, মূল্যস্ফীতি হ্রাস, সরকারি ঋণের মধ্যম অবস্থা এবং বাহ্যিক সক্ষমতা পুনর্গঠিত হয়েছে। তবে মধ্যম আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে বেশ চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে বাংলাদেশ।

প্রতিবেদনে আরও বলা হয়, বর্তমানে বাংলাদেশের জন্য বিনিয়োগ অত্যন্ত প্রয়োজন। অরপদিকে, রাজস্ব বাড়ানো এবং সরকারি বিনিয়োগ বাড়াতে কর ব্যবস্থার আধুনিকায়নেরও প্রয়োজন রয়েছে। তবে বাংলাদেশ আগের চেয়ে অনেক এগিয়ে গেছে।

এছাড়া ১১ দিনের এ সফরে প্রতিনিধি দলটি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সফরের বিভিন্ন দিক তুলে ধরতেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
 
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০১৬ সালের ডিসেম্বর শেষে ব্যাংক খাতে মোট ঋণ স্থিতি দাঁড়িয়েছে ৬ লাখ ৭৩ হাজার ৯২০ কোটি টাকা। এরমধ্যে ঋণ খেলাপি হয়েছে ৬২ হাজার ১৭২ কোটি টাকা, যা ৯ দশমিক ২৩ শতাংশ।
 
সংবাদ সম্মেলনে সংস্থার মিশন প্রধান ব্রেইন এইটকেন ও আবাসিক প্রতিনিধি স্টেলা কায়েন্দেরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৭
এসজে/আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।