ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন খুলনায় আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন-ছবি: মানজারুল ইসলাম

খুলনা: সেভেন রিংস সিমেন্ট ১৬তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন হয়েছে।

শুক্রবার (১০ মার্চ) সাড়ে ৭টায় মহানগরীর সার্কিট হাউজ ময়দানে প্রধান অতিথি থেকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান মিজান।

খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি চামেলী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. রাসেল মিয়া।

খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে এ মেলা চলবে মাসব্যাপী।

মেলা সূত্রে জানা যায়, মেলায় ছোট-বড় মিলিয়ে ২শ’ স্টল ও ১৬টি প্যাভিলিয়ন থাকছে। মেলার প্রবেশ মূল্য রাখা হয়েছে ১৫ টাকা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

মেলার নিরাপত্তা ব্যবস্থাকে এবার সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এজন্য মেলার ভেতরে এবং বাইরে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। এছাড়া চার কোনায় বসানো হবে চারটি নিরাপত্তা চৌকি। পুলিশ-র‌্যাব ছাড়াও সাদা পোশাকে স্বেচ্ছাসেবকরা মেলার নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে। এবার মেলায় বিশেষ আকর্ষণের মধ্যে রয়েছে মাদার কেয়ার, পুরুষের পাশাপাশি নারীদের জন্য থাকছে নামাজের জায়গা। মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে সুদৃশ্য ডিজিটাল ফোয়ারা এবং শিশুদের বিভিন্ন আইটেমের খেলনা থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, মার্চ ১০, ২০১৭
এমআরএম/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।