ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১৩ মার্চ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
১৩ মার্চ আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া: দোল পূর্ণিমা ও হোলি উৎসব উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে সোমবার (১৩ মার্চ) আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

রোববার (১২ মার্চ) আখাউড়া স্থলবন্দরের ব্যবসায়ী সংগঠনের উপদেষ্টা মো. আব্বাস উদ্দিন ভূঁইয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আব্বাস উদ্দিন ভূঁইয়া জানান, ভারতীয় ব্যবসায়ীরা রোববার বিকেলে ফোন করে জানিয়েছেন সোমবার তারা বন্দর দিয়ে কোনো পণ্য আনা-নেওয়া করবেন না।

যে কারণে সোমবার কোনো ধরণের ব্যবসায়িক কার্যক্রম হবে না। তবে যাত্রীরা স্বাভাবিকভাবেই যাওয়া আসা করতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।