ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভোমরা বন্দরে ৮ মাসে রাজস্ব ঘাটতি ১৬ কোটি টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৭
ভোমরা বন্দরে ৮ মাসে রাজস্ব ঘাটতি ১৬ কোটি টাকা ভোমরা বন্দর

সাতক্ষীরা: সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব ঘাটতি হয়েছে প্রায় ১৬ কোটি টাকা।

এই আট মাসে রাজস্ব আয় হয়েছে ৪৪০ কোটি টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ৪৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা।

ভোমরা শুল্ক স্টেশন জানায়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভোমরা স্থলবন্দর থেকে ২০১৬-১৭ অর্থবছরে ৭৩০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। যেখানে অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৫৫ কোটি ৮৭ লাখ ৪৫ হাজার টাকা। কিন্তু এই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৪৩৯ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৯৯৩ টাকা। অর্থাৎ প্রায় ১৬ কোটি টাকা ঘাটতি রয়েছে।

ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম বাংলানিউজকে জানান, ভোমরা বন্দর দিয়ে সবধরনের পণ্য আমদানির সুযোগ দেওয়া হলে এ বন্দর থেকে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আয় করা সম্ভব।

ভোমরা শুল্ক স্টেশনের সহকারী কমিশনার আবদুল কাইয়ুম বাংলানিউজকে জানান, অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আয়ে সামান্য ঘাটতি রয়েছে। বছরের বাকী চার মাসে এই ঘাটতি পূরণে চেষ্টা করা হবে।  

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৭ মার্চ, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।