ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বৈশাখ উপলক্ষে হালখাতা করবে এনবিআর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৭ ঘণ্টা, এপ্রিল ৫, ২০১৭
বৈশাখ উপলক্ষে হালখাতা করবে এনবিআর এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান-ছবি-আনোয়ার হোনের রানা

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হালখাতা করবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বুধবার (০৫ এপ্রিল) দুপুরে এনবিআর সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের ( ইআরএফ) সঙ্গে প্রাক বাজেট আলোচনা সভায় এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান একথা বলেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, গ্রাম-বাংলার আবহমান সংস্কৃতিকে ফিরিয়ে আনতে পহেলা বৈশাখের আগের দিন দেশের সব রাজস্ব কার্যালয়ে হালখাতা করা হবে।

হালখাতায় ব্যবসায়ীদের মিষ্টিমুখ করানো হবে। আমরা চাই ব্যবসায়ীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে। কেননা ব্যবসায়ীরা রাজস্ব দিয়ে সরকারের উন্নয়নে সহযোগিতা করছেন।

তিনি আরও বলেন, এবারই প্রথম ব্যবসায়ীদের জন্য হালখাতা করতে যাচ্ছে এনবিআর। এ অনুষ্ঠানের উদ্দেশ্য করফাঁকি বন্ধ করা। সবাই যেন বুঝতে পারে এনবিআর এখন জনবান্ধব।  

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৭
এসজে/আরআর/জেডএস
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।