ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অভ্যন্তরীণ ঋণ বাড়বে ১৩ হাজার কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০০ ঘণ্টা, জুন ১, ২০১৭
অভ্যন্তরীণ ঋণ বাড়বে ১৩ হাজার কোটি টাকা  ছবি: প্রতীকী

ঢাকা: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে  পেশ করেছেন। বাজেটে অভ্যন্তরীণ ঋণ বাড়বে প্রায় ১৩ হাজার কোটি টাকা। ঋণ কমবে ব্যাংকিং ব্যবস্থা থেকে।

আগামী অর্থবছরের বাজেটের আকার ৪ লাখ ২৬৬ কোটি টাকা। বাজেটে ঘাটতি ধরা হয়েছে ৯৮ হাজার ৬৭৪ কোটি টাকা।

ঘাটতি পূরণে সরকার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে নেবে।
 
এ বাজেটে সরকার ১লাখ ৬ হাজার ৭৭২ কোটি টাকা অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করবে। এরমধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা। গত অর্থবছরে এখাত থেকে সরকারের ঋণ ছিল ৬৯ হাজার ৯০৩ কোটি টাকা।
 
ব্যাংক বহির্ভূত ঋণের পরিমাণ হবে ৩২ হাজার ১৪৯ কোটি টাক‍া। গত অর্থবছরে ছিল ৪৬ হাজার কোটি টাকা।
 
সঞ্চয়পত্র থেকে নেবে ৩০ হাজার ১৫০ কোটি টাকা। গত অর্থবছর ছিলো ৪৫ হাজার কোটি টাকা।
 
 দীর্ঘ মেয়াদী ঋণের পরিমাণ ১২ হাজার কোটি টাকা বাড়বে। গত অর্থবছরে ছিল  ৮ হাজার ৫০৬ কোটি টাকা। স্বল্প মেয়াদী ঋণ ৮ হাজার কোটি টাকা কমে ধরা হয়েছে ৭ হাজার ৩১৬ কোটি টাকা।
 
অন্য খাত থেকে সংগ্রহ করা হবে ১ হাজার ৯৯৯ কোটি টাকা। গত অর্থবছরে ছিলো ১ হাজার কোটি টাকা।
 
বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসই/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।