ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন বাধ্যতামূলক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩০ ঘণ্টা, জুন ৪, ২০১৭
ক্যাবল টিভি নেটওয়ার্ক ডিজিটালাইজেশন বাধ্যতামূলক 

ঢাকা: জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় ক্যাবল টিভি নেটওয়ার্কের ডিজিটালাইজেশন বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। 

এ বিষয়ে প্রস্তাবনা দিয়ে তিনি বলেন, ‘আমাদের টিভি সিস্টেমের জন্য অত্যন্ত উল্লেখযোগ্য একটা উন্নতি হবে, ম্যান্ডেটরি ডিজিটালাইজেশন অফ ক্যাবল টিভি নেটওয়ার্ক’।

বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারত ও নেপালে ইতোমধ্যে ক্যাবল টিভির ডিজিটালাইজেশন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আগামী বছরের মধ্যে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে এবং দুই বছরের মধ্যে সমস্ত জেলা ও উপজেলায় এ পরিকল্পনা  বাস্তবায়িত করা হবে।

সংসদে অর্থমন্ত্রী বলেন, ‘এনালগ ক্যাবল টিভি অপারেটররা প্রতিটি সংযোগের বিপরীতে গড়ে প্রতি মাসে ২৫০ থেকে ৩০০ টাকা আদায় করে। এতে ভ্যাট শুল্কসহ সম্পূরক শুল্ক আরোপিত আছে। কিন্তু গ্রাহকের কাছ থেকে তারা যা আদায় করে তার সামান্য অংশও সরকারকে দেয় না। ’ আর তাই অর্থমন্ত্রী বাজেটে ডিজিটাল আড্রেসেবল সিস্টেম প্রবর্তনের প্রস্তাব পেশ করেন। এতে সরকারের রাজস্ব নিশ্চিত করা সম্ভব বলেও উল্লেখ করেন তিনি।

এই পদক্ষেপের মাধ্যমে সরকারের রাজস্ব আয় ছাড়াও বাংলাদেশ ডিজিটাল ক্যাবলের অসংখ্য চ্যানেল, সর্বোচ্চ মানের ছবি ও শব্দ এবং বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসের মাধ্যমে ডিজিটালাইজেশনের দিকে অনেক দূর এগিয়ে যাবে বলে মনে করছেন অনেকে।

গত (০১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৪ লাখ ২৬৬ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৩৩০ঘণ্টা, জুন ০৪, ২০১৭
আরআর/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।