ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাল ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সময়সীমা কমেছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জুন ২১, ২০১৭
চাল ব্যবসায়ীদের ঋণ পরিশোধের সময়সীমা কমেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা: ধান, চাল ব্যবসায়ী ও চাতাল/মিল মালিকদের ‌ঋণ পরিশোধের সময়সীমা ৪৫ দিন থেকে কমিয়ে ৩০ দিনে নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (২১ জুন) বাংলাদেশ ব্যাংকের ‘চাল আমদানির ক্ষেত্রে এলসি মার্জিন নির্ধারণ প্রসঙ্গে’ পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি জারিকৃত বিআরপিডি সার্কুলার লেটার নম্বর-৩ এর নির্দেশনা অনুযায়ী লিগ্যাল অ্যান্ড হাইপোয়েশিয়নের বিপরীতে রিভলভিং সিসি/ওসি ঋণের ক্ষেত্রে স্থানীয় মিল মালিকসহ সব ধান/চাল ব্যবসায়ীদের গৃহীত অগ্রীম/ঋণ সর্বোচ্চ ৪৫ দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ/সমন্বয় করার বাধ্যবাধকতা রয়েছে।

এ মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে, সাময়িক ব্যবস্থা হিসেবে এমন অগ্রীম/ঋণ সর্বোচ্চ ৩০ দিন অন্তর অন্তর আবশ্যিকভাবে পরিশোধ/ সমন্বয় করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, জুন ২১, ২০১৭
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।