ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদে সিটি ব্যাংকের সহায়তা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
ঢাবি ব্যবসায় শিক্ষা অনুষদে সিটি ব্যাংকের সহায়তা

ঢাকা: সিটি ব্যাংক সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষক লাউঞ্জ সংস্কার ও উন্নয়নে সহায়তার চুক্তি স্বাক্ষর করেছে। সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) থেকে ব্যাংকটি এ ধরনের সহায়তা করে থাকে।

এক অনুষ্ঠানে ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন শিবলী রুবাইয়াত উল ইসলামের হাতে সহায়তার চেক হস্তান্তর করেন ব্যাংক কর্তৃপক্ষ। এসময় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন, উপ-ব্যবস্থাপনা পরিচালক আবদুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হাকিম, ফাইন্যান্স বিভাগের চেয়ারম্যান মো. কিসমাতুল আহসান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদিল ইসলাম, মাসরুর আরেফিন, ফারুক মঈনউদ্দীন প্রমুখ।

অনুষ্ঠান শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের জন্য বিশেষ ব্যাংকিং সুবিধা প্রদান করা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।