ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহব্যাপী বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
সপ্তাহব্যাপী বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি সংবাদ সম্মেলন, ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘বিনিয়োগ শিক্ষা ও বিনিয়েগকারীর সুরক্ষা’ এ স্লোগানে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০১৭’ পালন করছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিএসইসির মাল্টিপারপাস হলে এক সংবাদ সম্মেলনে সপ্তাহব্যাপী কর্মসূচির বিষয় বিস্তারিত তুলে ধরেন নির্বাহী পরিচালক ও বিনিয়োগকারী সপ্তাহের উদযাপন কমিটির আহ্বায়ক মাহবুবুল আলম।

এ সময় নির্বাহী পরিচালক সাইফুর রহমান, পরিচালক আবুল হাসানসহ বিএসইসির কর্মকর্তাররা উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) সঙ্গে সঙ্গতি রেখে প্রথমবারের মতো এ বিনিয়োগ সপ্তাহ পালন করছে বিএসইসি।

লিখিত বক্তব্যে মাহবুবুল আলম বলেন, বিনিয়োগ শিক্ষায় বিনিয়োগ পণ্যের উপযুক্ততা সম্পর্কে জ্ঞান প্রদান করে সঠিক বিনিয়োগে সহায়তা করে। ব্যক্তিগত আর্থিক ব্যবস্থা সম্পর্কে জ্ঞান ও আর্থিক জালিয়াতি থেকে রক্ষা পাওয়া যায়।

আর্থিক বাজার ও বিনিয়োগ পণ্য সম্পকে তথ্যের অসামঞ্জ্যসতায় সাম্প্রতিক বছরগুলোতে আর্থিক বাজার জটিল হয়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, অধিকাংশ বিনিয়োগকারী বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত না হলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের প্রতি আকৃষ্ট হবে না। শিক্ষা ছাড়া বিনিয়োগ করলে বিনিয়োগপ্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হবে।

পুঁজিবাজারে সম্পর্কে তিনি বলেন, দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীর অনুপাতিক হার বিশ্বের অন্যান্য পুঁজিবাজারের তুলনায় অনেক বেশি। এসব বিনিয়োগকারীদের এককভাবে বিনিয়োগের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। এরা গুজব ভিত্তিক বা তথাকথিত বিনিয়োগকারীদের অনুসরণ করে।

এতে বিনিয়োগ থেকে ভবিষৎ মুনাফা অনিশ্চিত হয়ে পড়ে। বিনিয়োগও ঝুঁকির সম্মুখীন হয়।

এজন্য সারাদেশে বিনিয়োগ শিক্ষা কার‌্যক্রম চলছে। এরই মধ্যে গত ২ মাসে ৮ হাজার ৭৪৫ জন বিনিয়োগকারীকে বিনিয়োগ শিক্ষার আওতায় প্রশিক্ষিত করা হয়েছে। বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মাধ্যমে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারী সুরক্ষার বিষয়ে সচেতন করা হবে।

এ উপলক্ষে আগামী ২ থেকে ৮ অক্টোবর সপ্তাহব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে।

কর্মসূচি হলো ২ অক্টোবর সোমবার বিকেল ৩টায় রাজধনীর শিল্পকলা একাডেমিতে উদ্বোধন ও র‌্যালি। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এরপর ৩, ৬ এবং ৯ অক্টোবর বিনিয়োগকারী, পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এবংপেশাজীবী প্রতিষ্ঠানগুলোকে নিয়ে সভা, সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। এর মধ্যে ৪ অক্টোবর দু’টি সেশনে কনফারেন্স ও বিনিয়োগ শিক্ষা মেলার শুরু হবে।

সকাল ১০টায় একটি সেশনে বিনিয়োগ শিক্ষা ও বিনিয়োগকারীদের সুরক্ষা বিষয়ে আলোচনা হবে। দ্বিতীয় সেশনে বিনিয়োগ ও সংশ্লিষ্ট ঝুঁকি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত প্রোগ্রামে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মসিউর রহমান।

এরপর দিন ৫ অক্টোবর দিনভর কনফারেন্স ও বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। এদিনও দুটি সেশন থাকবে। প্রথম সেশনে বিভিন্ন বিনিয়োগ পণ্য ও খাত এবং দ্বিতীয় সেশনে পুঁজিবাজার অর্থনীতি: বিনিয়োগকারীদের ভূমিকা নিয়ে আলোচনা হবে। এতে প্রধান অতিথি থাকবেন অর্থ প্রতিমন্ত্রী এমএ মান্নান।

সবশেষে ৮ অক্টোবর সমাপনী অনুষ্ঠান হবে কমিশন ভবনে। বিএসইসির পাশাপাশি দুই স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, সিডিবিএলসহ পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৭
এমএফআই/এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।