ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ময়মনসিংহে আয়কর মেলা শুরু পহেলা নভেম্বর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
ময়মনসিংহে আয়কর মেলা শুরু পহেলা নভেম্বর

ময়মনসিংহ: সারাদেশের মতো ময়মনসিংহেও আগামী পহেলা নভেম্বর থেকে সাত দিনব্যাপী আয়কর মেলা শুরু হচ্ছে। যা চলবে আগামী সাত নভেম্বর পর্যন্ত।

ওইদিন সকাল ১০টায় জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে আয়কর মেলার উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।  

এ উপলক্ষে সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা কর অঞ্চলের অফিসে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ।

এ সময় সহকারী কর কমিশনার এসএম মেহেদি হাসান, বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন, ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সজল ইসলাম রতন প্রমুখ উপস্থিত ছিলেন।  

মতবিনিময় সভায় কর অঞ্চল ময়মনসিংহের কর কমিশনার জিএম আবুল কালাম কায়কোবাদ জানান, বর্তমানে এ কর অঞ্চলে ইটিআইএন-ভুক্ত করদাতার সংখ্যা এক লাখ ২১ হাজার ৪১৫ জন।

তিনি জানান, ২০১৬-১৭ অর্থবছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩২৫ কোটি টাকা। এর মধ্যে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে ৩৩০ কোটি টাকা। আর ২০১৭-১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭০ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০১৭
এমএএএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।