ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

আয়কর মেলার দ্বিতীয় দিনে আদায় ৫৪৩ কোটি টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৭
আয়কর মেলার দ্বিতীয় দিনে আদায় ৫৪৩ কোটি টাকা আয়কর মেলার কর দিচ্ছেন করদাতারা

ঢাকা: সারাদেশে অনুষ্ঠিত হওয়া জাতীয় আয়কর মেলার দ্বিতীয় দিনে রাজস্ব আহরণ হয়েছে ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকা আর আয়কর সেবা নিয়েছেন ১ লাখ ৫৩ হাজার ২৮৭ জন।

বৃহস্পতিবার (নভেম্বর ০২) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

মেলার প্রথম দিনে আয়কর সেবা নিয়েছিলেন ৭৯ হাজার ১১২ জন করদাতা।

আর আয়কর আহরণ হয় ২০৭ কোটি ৯৯ লাখ ৯৮ হাজার ৫৫৮ টাকা। সেই হিসেবে দ্বিতীয় দিনে দ্বিগুণেরও বেশি রাজস্ব আহরণ হয়েছে। আয়কর মেলার দ্বিতীয় দিন রাজধানী ঢাকাসহ ৫০টি জেলা ও ৭টি উপজেলাসহ ৫৭টি স্পটে আয়কর মেলা অনুষ্ঠিত হয়েছে।

চলতি বছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে ৭দিন, ৫৬টি জেলা শহরে ৪দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় ২দিন এবং ৭১টি উপজেলায় ১ দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত করসেবা প্রদান করা হয়।

এবারের আয়কর মেলা-২০১৭ এর বিশেষ আকর্ষণ গর্বিত করদাতাদের ‘ইনকাম ট্যাক্স আইডি কার্ড’ প্রদান। ডিজিটাল এ স্মার্ট কার্ড এনবিআরের ইনোভেশন। করদাতাদের উৎসাহ ও স্বীকৃতি প্রদানের জন্য ঢাকা ও চট্টগ্রাম অনুষ্ঠিত আয়কর মেলায় রিটার্ন দাখিলের সাথে সাথে একটি স্মার্ট কার্ড প্রদানের সিদ্ধান্ত নেয় এনবিআর। এ কার্ড নিতে সম্মানিত করদাতারা প্রথম দিন ব্যাপক রিটার্ন প্রদান করেন। একই সাথে দ্বিতীয় দিনও রিটার্ন প্রদান করে এ কার্ড নিতে ভিড় করেন করদাতারা। দ্বিতীয় দিন পর্যন্ত মেলায় প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্ট কার্ড প্রদান করা হয়।

শুধু তাই নয়, ভবিষ্যত করদাতা সৃষ্টি ও শিক্ষার্থীদের কর বিষয়ে সচেতনতা তৈরিতে দ্বিতীয়বারের মতো কর শিক্ষণ ফোরাম মেলায় বাড়তি আর্কষণ সৃষ্টি করেছে। মেলার দ্বিতীয় দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ৪৮ জন শিক্ষার্থী ও ৯ জন শিক্ষক অংশ নেন। শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং কর বিষয়ে জ্ঞান লাভ করেন। পরে মেলা প্রাঙ্গণে শিক্ষার্থীরা ‘আয়করের ভূমিকা: বাংলাদেশে এসডিজি বাস্তবায়নে আয়করের ভূমিকা’ শিরোনামে রচনা প্রতিযোগিতায় অংশ নেয়।

প্রতিযোগিতা শেষে ১০ জন শিক্ষার্থীকে নগদ অর্থ, সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করেন।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২,২০১৭
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।