ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিলেটে ৩৫ জন পাচ্ছেন কর সম্মাননা

নাসির উদ্দিন, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৭
সিলেটে ৩৫ জন পাচ্ছেন কর সম্মাননা ...

সিলেট: প্রতি বছরের ন্যায় এবারও সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড। এবার সিলেট কর অঞ্চলে চারটি ক্যাটাগরিতে সিলেটে ৩৫ ব্যবসায়ী পাচ্ছেন সর্বোচ্চ ও দীর্ঘ মেয়াদী কর সম্মাননা।

সেই সঙ্গে এবার বাড়তি যোগ হয়েছে ট্যাক্স কার্ড প্রদান। সিলেট অঞ্চল থেকে চার ক্যাটাগরিতে ব্যক্তি কেন্দ্রিক দু’জন এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ২টি ট্যাক্স কার্ড প্রদান করা হবে।

মঙ্গলবার (০৮ নভেম্বর) ঢাকাস্থ রাজস্ব বোর্ডের নতুন ভবনে তাদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেওয়া হবে-জানিয়েছেন কর কর্মকর্তারা।

সিলেট আঞ্চলিক কর কমিশনের তথ্যমতে, এবার এই কর অঞ্চলে আয়কর সম্মাননা পাচ্ছেন ৩৫ জন। এরমধ্যে সিটি করেপোরেশন ও চার জেলায় ১৫ জন পাচ্ছেন সর্বোচ্চ কর সম্মাননা। এছাড়া দীর্ঘমেয়াদী করদাতা ১০ জন, নারী কোটায় ৫ এবং পুরুষ তরুণ কোটায় ৫ জন সম্মাননা পাচ্ছেন।

সপ্তাহব্যাপী আয়োজিত কর মেলার শেষ দিনে আজ মঙ্গলবার নগরীর আবুল মাল আব্দুল মুহিত কমপ্লেক্সে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে। সিলেট কর অঞ্চলের কর্মকর্তা কাজল সিংহ এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার সিটি করপোরেশন এলাকায় সেরা করদাতার পুরস্কার পাচ্ছেন মহাজনপট্টির ব্যবসায়ী ফরিদ বক্স,তাঁতিপাড়ার নাসিম হোসাইন ও মেট্টোপলিটন ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী।

এছাড়া সিটি করপোরেশন এলাকায় দীর্ঘমেয়াদী করদাতা বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল ইসলাম ও আব্দুল ওয়াদুদ। সর্বোচ্চ মহিলা করদাতা পুরস্কার পাচ্ছেন দক্ষিণ সুরমার বরইকান্দি মিয়াবাড়ির মিজু আনোয়ারা মারুফ। এবার সর্বোচ্চ তরুণ করদাতার পুরস্কার পাচ্ছেন নয়া সড়কের বাসিন্দা আলী আহমদ চৌধুরী।

সিলেট জেলায় সেরা করদাতা হয়েছেন তামাবিলের মেসার্স জিআরকে এন্টারপ্রাইজের আব্দুর রহমান (সাহাব উদ্দিন), ফেঞ্চুগঞ্জ ৯২ এনজিএফএফ মার্কেটের ডি.এম ফয়ছল ও সিলেটের আরামবাগের হাজি মনির আহমদ।

জেলায় সর্বোচ্চ মহিলা করদাতা হয়েছেন গোলাপগঞ্জের রানাপিং ফাজিল পুরের শেফা মঞ্জিলের মমতাজ আরা খানম আলী। এছাড়া তরুণ সর্বোচ্চ করদাতা হয়েছেন কোম্পানীগঞ্জের বুড়িডহর গ্রামের আব্দুর রহমান।

মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ করদাতার পুরস্কার পাচ্ছেন ৩ জন। তারা হলেন মৌলভীবাজার বড়হাটের ফজলুর রহমান, শ্রীমঙ্গলের আবু সুলতান ও ইসবাহুল বার চৌধুরী। এ জেলায় দীর্ঘ মেয়াদী করদাতার পুরস্কার পাচ্ছেন এএম সালাম ও বদরুল আলম। সর্বোচ্চ মহিলা করদাতা হয়েছেন শামীমা আরা তারেক। তরুণ করদাতা পুরস্কার পাচ্ছেন মো. জহিরুল হক।

হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ করদাতার পুরস্কার পাচ্ছেন মো. শফিকুল ইসলাম, মিজানুর রহমান শামীম, মো. গোলাম ফারুক। এ জেলায় সর্বোচ্চ মহিলা করদাতা পুরস্কার পাচ্ছেন ডা. নাজমা আরা বেগম। সর্বোচ্চ তরুণ করদাতা পুরস্কার পাচ্ছেন রাজীব কুমার দাস।

সুনামগঞ্জ জেলায় সর্বোচ্চ করতদাতার পুরস্কার পাচ্ছেন মো. মুহিবুর রহমান, মো. এমাদ উদ্দিন, কাজি মো. নাসিম উদ্দিন। এ জেলায় দীর্ঘ মেয়াদী করদাতা হয়েছেন বেগম হোসনে আরা চৌধুরী ও মো. রইছ আলী। সেরা সর্বোচ্চ মহিলা করদাতা হয়েছেন দিলশাদ বেগম চৌধুরী এবং সর্বোচ্চ তরুণ পুরুষ করদাতা হয়েছেন মো. জিয়াউল হক।

কর কমিশন সূত্র জানায়, এবার সিলেট থেকে আয়কর কার্ড পাচ্ছেন ২ জন এবং দু’টি প্রতিষ্ঠান। তন্মধ্যে প্রতিবন্ধি ক্যাটাগরিতে শাহী ঈদগাহ ক্রিস্টাল হাই ৬/বি বাসার ডা. মো. মামুনুর রশিদ, তরুণ ক্যাটাগরিতে নগরীর লালদিঘীরপাড় এবিএম ওয়াটার কোম্পানীর তরুণ ব্যবসায়ী একেএম আতাউল করিম। এছাড়া জ্বালানী সিলেট গ্যাস ফিল্ড লিমিটেড ও ফার্ম ক্যাটাগরিতে নগরীর শিবগঞ্জ সাদিপুরের মেসার্স এএসবিএস।

কর কর্মকর্তারা জানান,ট্যাক্স কার্ডধারীরা কর কমিশন কিংবা যেকোনো প্রতিষ্ঠানে গিয়ে এই কার্ড দেখালে অগ্রাধিকতার ভিত্তিতে সেবা পাবেন।

গত বুধবার (১ নভেম্বর) থেকে নগরীর আবুল মাল আব্দুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে আয়কর মেলা। এবার মেলায় আকর্ষণ ছিলো "আমি একজন গর্বিত করদাতা" স্লোগানে সেলফি কর্ণার। যেখানে উচ্ছ্বসিত আগন্তকরা সেলফি তুলেন। সেই সঙ্গে মেলায় অভ্যর্থনা ডেস্কে থাকবে প্লেট ভর্তি চকলেট।

নভেম্বর পর্যন্ত মেলায় ২শ' কোটি টাকা লক্ষ্যমাত্রা নিয়ে এগুচ্ছে সিলেট কর অঞ্চল। মেলা থেকে ৪৭ কোটি টাকা লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, বলেন কর কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ঘন্টা, নভেম্বর ০৭, ২০১৭
এনইউ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।