ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশি ডেনিম জিন্সই বিশ্বসেরা!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
বাংলাদেশি ডেনিম জিন্সই বিশ্বসেরা! বিদেশি ক্রেতারা প্রদর্শনী ঘুরে দেখছেন; ছবি: কাশেম হারুন

ঢাকা: বিদেশি ক্রেতাদের কাছে আরএমজি পণ্যের গুণগত মানের প্রসার ও প্রচারণার লক্ষ্যে সপ্তমবারের মত আয়োজিত হল 'বাংলাদেশ ডেনিম এক্সপো’। এই এক্সপোর মূল্য উদ্দেশ্য হল বাংলাদেশি ডেনিম জিন্সের সম্ভাবনা ও গুণগত মান বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা।

দু’দিনব্যাপী চলা এই এক্সপোতে সর্বমোট ১২টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।  ইউরোপ ও আমেরিকার বাজারে ডেনিম জিন্স রপ্তানিতে বাংলাদেশের প্রধান তিন প্রতিপক্ষ দেশ হচ্ছে চীন, ভারত ও পাকিস্তান।

 এই তিন দেশেরও বেশ ক’টি ডেনিম জিন্স প্রস্ততকারক প্রতিষ্ঠান এই এক্সপোতে অংশগ্রহণ করেছে।

অন্য দেশগুলোর ডেনিম জিন্সের চেয়ে কী কী কারণে বাংলাদেশে তৈরি ডেনিম জিন্স সেরা ও সর্বোত্তম, তা বিদেশি ক্রেতাদের কাছে সরেজমিনে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে আয়োজক ও অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।  এই ক্ষেত্রে দেশি কোম্পানিগুলো ঈর্ষণীয় সফলতাও পাচ্ছে।     

বুধবার (৮ নভেম্বর) রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দুইদিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে এমন ইতিবাচক তথ্যই জানা গেছে।  এর আয়োজন করেছে বাংলাদেশ ডেনিম এক্সপো।

অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, চীন,ভারত কিংবা পাকিস্তানে তৈরি ডেনিম জিন্সের তুলনায় বাংলাদেশে তৈরি ডেনিম জিন্স কোনো অংশেই পিছিয়ে নেই, বরং গুণে-মানে  বাংলাদেশের ডেনিম জিন্স অনেকখানি এগিয়ে রয়েছে।  কিন্তু এক্ষেত্রে প্রচার ও প্রসারে কিছুটা ঘাটতি রয়েছে। সঠিক প্রচারের ঘাটতির কারণেই এক্ষেত্রে অন্য দেশগুলো ডেনিম জিন্স রপ্তানিতে কিছুটা এগিয়ে।

জমে উঠেছে  সপ্তম 'বাংলাদেশ ডেনিম এক্সপো’; ছবি: কাশেম হারুন তবে এখন এই ধরনের এক্সপো হওয়ার ফলে বিদেশি ক্রেতারা বাংলাদেশের ডেনিম জিন্স সম্পর্কে অনেক বেশি তথ্য পাচ্ছেন।  ফলে এর সঙ্গে রপ্তানির গ্রাফও বদলে যাচ্ছে।  এই ইতিবাচক ধারাটি চলতে থাকলে আশা করা যায়, আগামী কয়েক বছরের মধ্যে ডেনিম জিন্স রপ্তানিতে চীনকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশ।

বাংলাদেশি শাশা ডেমিন্স লিমিটেড এবারের এক্সপোতে তিনটি বিশেষায়িত ও ইনোভেটিভ ডেনিম জিন্স নিয়ে এসেছে।  সেইগুলো হচ্ছে হ্যান্ড  মেড, কটন হেম্প ও পিসিবি ডাব্লিউ।  এই তিনটি ফ্যাব্রিক্সে রয়েছে তিনটি বিশেষ কোয়ালিটি।

শাশা ডেনিম লিমিটেডের এজিএম মাসুদ দেওয়ান বাংলানিউজকে বলেন, বাংলাদেশি ডেনিম হচ্ছে ওয়ার্ল্ড বেস্ট।  আমরা এবারের যে তিনটি ফ্যাব্রিক্স নিয়ে এসেছি তা একদম ইনোভেটিভ।  ফলে বিদেশি ক্রেতারা আগ্রহও ভালো দেখাচ্ছেন।  আশা করা যায়, আগামী কয়েক বছরে বাংলাদেশি ডেনিম জিন্স তার সকল প্রতিপক্ষ থেকে অনেক এগিয়ে যাবে।

বেক্সিমকো টেক্সটাইলের স্টলের কর্মকর্তা সৌরভ বাংলানিউজকে বলেন, চীন,ভারত ও পাকিস্তানের ডেনিম জিন্স থেকে বাংলাদেশের ডেনিম জিন্সের মার্কেট চাহিদা অনেক বেশি।  এছাড়া আমরা যতোটা কম দামে ডেনিম জিন্স দিতে পারব তা অন্য কোনো দেশ দিতে পারবে না।  ফলে আমাদের সম্ভাবনা (পটেনশিয়াল) ডেনিমের ক্ষেত্রে বেশি।  এভাবে প্রচার ও প্রসার হলে আমরা খুব দ্রুত এগিয়ে যাব রপ্তানিতে।

৮ ও ৯ নভেম্বর এই ২দিনের এই প্রদর্শনীতে ১২টি দেশ থেকে আগ্রহী ক্রেতারাও অংশগ্রহণ করছেন।  তাছাড়া এই এক্সপোতে সারাবিশ্ব থেকে রেকর্ডসংখ্যক ১২ হাজারেরও বেশি দর্শক অনলাইনে প্রাক নিবন্ধন সম্পন্ন করেছেন।  সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এই প্রদর্শনী।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৭
এমএসি/জেএম 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।