ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসআইবিএলের অনুদান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এসআইবিএলের অনুদান

ঢাকা: প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সোসাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) পাঁচ কোটি টাকার চেক প্রদান করেছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ব্যাংকের পক্ষ থেকে চেক হস্তান্তর করেন সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।

এ সময় ব্যাংকের ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান ও পরিচালক কামালউদ্দিন চৌধুরীও উপস্থিত ছিলেন।

সোসাল ইসলামী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ বাংলানিউজকে বলেন, ত্রাণ, আর্থ-সামাজিক উন্নয়ন ও দেশ-জাতির কল্যাণে ব্যাংকের তৎপরতা আরও বাড়ানো হবে।

তিনি বলেন, জাতীয় প্রয়োজনে আমাদের ব্যাংক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ও জনগণের পাশে সব সময় থাকবে।

বাংলাদেশ সময়: ০৭০৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০১৭
এমপি/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।