বৃহস্পতিবার (নভেম্বর ১৬) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার পদোন্নতির বিষয়টি জানানো হয় প্রতিষ্ঠানের তরফে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ সম্পন্ন করার পর, সৈয়দ আলমগীর বহুজাতিক ফার্মাসিউটিক্যাল কোম্পানি মে ও বেকার লিমিটেডে তার কর্মজীবন শুরু করেন যা এখন সানফি এভেন্টিস নামে পরিচিত।
সৈয়দ আলমগীর বিভিন্ন কৌশলগত বিপণন কার্যক্রমে সফল অনেক ব্যান্ড তৈরি করেছেন। ১০০% হালাল সাবান এর উপর তার কাজটি অনেক প্রশংসিত হয়েছে। এই উদাহরণ প্রফেসর ফিলিপ কটলার তার মার্কেটিংয়ের টেক্সট বই ‘প্রিন্সিপ্যাল অব মার্কেটিং’ এ বিশেষভাবে উল্লেখ করেছেন।
এছাড়া তিনি ভোক্তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরনের নতুন ভোগ্যপণ্য বাজারে নিয়ে আসেন। যার মধ্যে “পিওর” ব্র্যান্ডের পণ্য সমূহ যেমন এসিআই পিওর লবণ, চাল, গম ও আটা-ময়দা ইত্যাদি অন্যতম।
ভোক্তাদের স্বাস্থ্য সংরক্ষণ এবং সুন্দর জীবন নিশ্চিত করতে স্যাভলন ব্র্যান্ডের অনেক সামগ্রীও বাজারজাত করেছেন তিনি। এছাড়া এসিআই এরোসল ও মশার কয়েলকে বাজারে শক্তিশালী অবস্থানে নিয়ে যেতেও সক্ষম হন তিনি।
তার সাম্প্রতিক উদ্যোগ "স্টাইলাস" ব্রান্ডের মোবাইল ফোন ও “স্পার্কল” ব্রান্ডের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য ইতোমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৭
আরআই