ফিনিশিং ও মানের দিক থেকে জেনিস নিজেদের সেরা বলছে। মাসের পর মাস গেলেও তাদের ফিনিশিং নতুনের মতই থাকে।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চলছে দেশের চামড়াজাত পণ্যের সবচেয়ে বড় আয়োজন ইন্টারন্যাশনাল ট্রেড শো অন লেদার অ্যান্ড ফুটওয়্যার মেশিনারি, কম্পোনেন্টস, কেমিক্যালস অ্যান্ড অ্যাক্সেসরিজ সংক্ষেপে ‘লেদারটেক শো’র প্রদর্শনী।
শুক্রবার (১৭ নভেম্বর) এই পঞ্চম লেদারটেক শো’র দ্বিতীয় দিন। প্রদর্শনী চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
চীন, ভারত, ভিয়েতনাম, থাইল্যান্ডসহ ১৫টি দেশের ১৭১টি প্রতিষ্ঠান ও শিল্পখাতের সংগঠক, বিশ্বখ্যাত ব্র্যান্ড এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নিচ্ছেন।
জেনিসের স্টলে যেসব জুতা প্রদর্শন করা হচ্ছে তার সবই বিদেশে রফতানির জন্য।
জেনিসের স্টলে কথা বলে জানা যায়, ইউরোপ ও জাপানে যাচ্ছে জেনিসের জুতা। এখন তারা আমেরিকা ও কানাডায় বাজারজাত করার প্রস্তুতি নিয়েছেন। তাদের এ আয়োজন বাংলাদেশের লেদার পণ্য যাতে বিদেশে বাজারজাত সম্প্রসারণ করতে পারে। বিদেশের বায়াররা এখানে এসেই তাতে আগ্রহ দেখাচ্ছেন।
জেনিস জানায়, জুতার ক্ষেত্রে তারা ইতালিয়ান টেকনোজির ব্যবহার করছে। ফিনিশিং প্রক্রিয়া গুরুত্বপূর্ণ।
‘জুতাগুলোর ডিজাইনও আসে ইতালি থেকে। ইতালিতে তাদের নিজস্ব ডিজাইনের অফিস আছে। ওখান থেকে বিদেশের মার্কেট বুঝে জুতার ডিজাইন দেওয়া হয়।
জেনিস তাদের গাজীপুরের ফ্যাক্টরি থেকে বছরে ৫ থেকে ৬ লাখ পিয়ার জুতা রফতানি করছে বলে স্টল থেকে জানানো হয়।
জেনিসের স্টলে থাকা কর্মকর্তারা জানান, নরম শো হাঁটার জন্য সুবিধা। একই জুতা পরে পার্টি-অফিস সব জায়গায় যাওয়া যায়। যে কারণে আমেরিকায় এ জুতার চাহিদা আছে। সেটাই এখন তারা রফতানি করতে চাচ্ছেন।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৭
এসএ/বিএস