ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
খুলনায় টেকসই উন্নয়ন বিষয়ক কর্মশালা খুলনায় এসডিজি বিষয়ক কর্মশালা/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: জেলা পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে খুলনায় স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে অর্ধদিবস ব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিয়া।

এসময় খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসান কর্মশালার সভাপতিত্ব করেন এবং এসডিজি'র উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

কর্মশালায় সরকারি ও বেসরকারি বিভিন্ন দফতরের প্রতিনিধি, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মিডিয়া ব্যক্তি, স্থানীয় জনপ্রতিনিধি, বিতার্কিকসহ প্রায় ১০৩ জন অংশ নেন।

দশটি দলে অংশগ্রহণকারীরা বিভক্ত হয়ে এসডিজির বিভিন্ন অভীষ্ট নিয়ে দলগত পর্যালোচনা করেন। প্রত্যেক দল থেকে সিদ্ধান্ত পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনে তুলে ধরা হয়। বিনিয়োগ পরিকল্পনা, ব্যক্তি খাতে উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়নে সুনির্দিষ্ট কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। সকলের অংশগ্রহণ এবং প্রত্যক্ষ আলোচনার মাধ্যমে কর্মশালা প্রাণবন্ত হয়ে উঠে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৭
এমআরএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।